আবহাওয়ার খামখেয়ালিপনায় অতিষ্ঠ জনজীবন। আর এই আবহাওয়ার পরিবর্তনে সবচেয়ে বেশি সমস্যার মুখে যারা পড়ছেন তাঁরা হলেন কৃষক। শুরু হয়েছে মে মাস। তাই এই মাসে কি কি যত্ন নিতে হবে ফসলের সেগুলি সম্পর্কে আলোচনা করা হবে এই প্রতিবেদনে খরিফ ফসলের বপনের কাজও মে মাসে শুরু হয়।
প্রথমত , মে মাসে আপনি যে রবিশস্য সংগ্রহ করেছেন তা মাড়াই এবং পরিষ্কার করা বাধ্যতামূলক। সেই সাথে সেসব ফসল নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। কারণ মে মাসে প্রাক-বর্ষা বৃষ্টি হয় । যার কারণে বাইরে ফসলের ক্ষতি হতে পারে।
আরও পড়ুনঃ দিনে কটা রুটি খান? শরীরে বিপদ ডেকে আনছেন না তো?
মে মাসকে ভুট্টা, জোয়ারের মত ফসল বপনের জন্য উপযুক্ত বলে মনে করা হয় । যেখানে, তাদের উৎপাদনের জন্য, আপনাকে বীজ বপনের 10-12 দিন পর পর সেচ দিতে হবে । এছাড়া মে মাসে হলুদ ও আদা বপন করা যেতে পারে । অন্যদিকে , এই সময়টি ৯০ দিন আগে থেকে জমিতে রোপণ করা আখ ফসলের সেচের জন্য উপযুক্ত ।
আরও পড়ুনঃ Krishi Prajukti Mela 2023: বঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কৃষি মেলা! রইল বিস্তারিত
মে মাসে কলা ও পেঁপের দিকেও বিশেষ নজর দিতে হবে। শক্তিশালী সূর্যালোক থেকে তাদের ফল রক্ষা করা প্রয়োজন। এ জন্য পাতা ও বস্তা দিয়ে ঢেকে রাখতে পারেন। একই সময়ে , কুমড়ার মতো ফসলের আগাছা ও সেচও করা হয়। এ ছাড়া মে মাসে তরমুজ , শসাকে পোকামাকড় থেকে রক্ষা করাও প্রয়োজন ।এছাড়া গাছের কথা যদি বলি, সেগুন , মহুয়া, রোজউডের মতো গাছের বীজ বপনের উপযুক্ত সময় মে মাস। বীজ বপনের পর তাদের নিয়মিত সেচ দিতে হবে।