কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হঠল রাজ্য সরকার।কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নিয়ে সিদ্ধান্ত বদল রাজ্য সরকারের। মঙ্গলবার উপাচার্যদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী বছর থেকে স্নাতক এবং স্নাতকোত্তরে অনলাইনে এক্সাম পোর্টালের মাধ্যমে ভর্তি হবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিকমতো তৈরি করে কাজ চালু করতে এখনও মাস পাঁচ-ছয়েক সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ স্তরের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালানো হলে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা আছে
বিগত কয়েকবছরে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া নিয়ে বারংবার দুর্নীতির অভিযোগ এসেছে৷ মেধাতালিকা প্রকাশ সহ একাধিক বিষয় নিয়ে দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে রাজ্য সরকার। বারংবার আঙুল তোলা হয়েছে ছাত্র ইউনিয়নগুলোর বিরুদ্ধে। সিট বিক্রি সহ একাধিক বড় অভিযোগ ছিল। টাকার বিনিময়ে সিট বিক্রি হয়েছে-- এমন অভিযোগও ছিল। সব মিলিয়ে তাই, চলতি বছরে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টাল ব্যবহার করার কথা বলা হয়েছিল৷
আরও পড়ুনঃ পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হলেন কৃষ্ণ কল্যাণী, চেয়ারম্যান পদ সময়ের অপেক্ষা
দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। এবার শুরু হবে ভর্তির প্রক্রিয়া৷ এতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা জানতেন কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি করা হবে। কিন্ত সিদ্ধান্ত বদলাল, এখন দেখার ছাত্রছাত্রীরা বিষয়টি ঠিক কী ভাবে গ্রহণ করে।
আরও পড়ুনঃ তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস