পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হলেন কৃষ্ণ কল্যাণী, চেয়ারম্যান পদ সময়ের অপেক্ষা

সব জল্পনার অবসান ঘটিয়ে আরও এক ‘দলবদলু’কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য মনোনীত করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

Saikat Majumder
Saikat Majumder
কৃষ্ণ কল্যাণী

গত বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন মুকুল রায়। কিন্তু বিজেপির বিধায়ক পদ তিনি ছেড়ে দেননি। অর্থাৎ খাতায়-কলমে তিনি বিরোধী দলের প্রতিনিধি। আর সেই পরিচয় দেখিয়েই তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। কিন্তু গত সোমবার মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে  ইস্তফা দেন। ফলে মুকুল রায়ের পর কাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে আনা হবে তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনিতি। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আরও এক ‘দলবদলু’কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য মনোনীত করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধান সভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন আর তাই নিয়ে জল্পনা তুঙ্গে শুরু হয় রাজ্য রাজনিতিতে । উত্তর দিনাজপুরের এই তৃণমূল নেতা একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগদান করে রায়গঞ্জ থেকে প্রার্থী হন। জিতেও যান। কিন্তু তার কয়েকমাসের মধ্যেই তিনি ফের তৃণমূলে চলে আসেন। এখন তিনি খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও বঙ্গ বিজেপির সঙ্গে কার্যত কোনও যোগাযোগই রাখেন না। আর এই সুযোগকে কাজে লাগিয়েই এবার তাঁকে রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যান করতে চলেছে তৃণমূল। যার ফলে ফের সংঘাতের সম্ভাবনা শুরু হলো শাসক-বিরোধী শিবিরের।

বুধবার বিধানসভায় বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শূন্যপদের জন্য একজনকে নির্বাচন করেছি। পদ্ধতি আমি আইন মেনে করেছি। প্রসঙ্গত, কাউকে পিএসি-র চেয়ারম্যান হতে গেলে তাঁর ওই কমিটির সদস্য হওয়া বাধ্যতামূলক। মনে করা হচ্ছে, সেই কারণেই রায়গঞ্জের বিধায়ককে পিএসি-তে নিলেন স্পিকার।

আরও পড়ুনঃ Mukul Roy: পিএসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকুলের

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মুকুল রায়ের স্থানে নতুন কোনো সদস্য নেওয়া হবে ও পরবর্তী চেয়ারম্যান বেছে নেওয়া হবে। এরপরই জানা যাচ্ছে, মুকুল রায়ের স্থানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে আনার সম্ভাবনা রয়েছে। তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ রেকর্ড করলো পদ্মা সেতু, প্রথম দিনে আয় ২ কোটি ৯ লাখ

Published On: 29 June 2022, 03:52 PM English Summary: Krishna Kalyani is a member of the Public Accounts Committee

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters