'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 15 June, 2020 6:49 PM IST

আপনি কি কৃষিক্ষেত্রে চাকরি খুঁজছেন? কিন্তু চাকরি সংক্রান্ত কোনও তথ্য বা খবর আপনার কাছে নেই? যদি এমনটা হয় তাহলে আপনি নিচের এই প্রতিবেদনে চোখ রাখতে পারেন৷ এখানে কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরণের সাম্প্রতিক চাকরির বিষয়ে উল্লেখ রয়েছে৷ কৃষি বিভাগের পক্ষ থেকে অফিশিয়াল নোটিশ জারি করে এ সম্পর্কে জানানো হয়েছে ইতিমধ্যেই৷ ইচ্ছুক প্রার্থীরা, চাকরির বৃত্তান্ত, কত বেতন, বয়স সীমা, আবেদন প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি, সমস্ত কিছু জেনে নিতে পারবেন এখান থেকে৷

Indian Agricultural Statistics Research Institute or IASRI- ইয়াং প্রফেশনাল II- এই পদে ভর্তির হতে পারেন৷ চাকরির স্থান- নয়া দিল্লি৷ খালি পদের সংখ্যা- ২৷ চুক্তিভিত্তিক বেতন৷ আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই, ২০২০৷ শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বি.টেক বা বি.ই বা মাস্টার ডিগ্রী থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের৷ মাসিক বেতন ২৫,০০০ টাকা৷

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা https://iasri.icar.gov.in/ -এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন৷

Sardarkrushinagar Dantiwada Agricultural University or SDAU- এ জুনিয়র রিসার্চ ফেলো পদে ভর্তির জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে৷ চাকরির স্থান- গুজরাত৷ আসন সংখ্যা- ১৷ উপার্জন চুক্তিভিত্তিক৷ আবেদনের শেষ তারিখ- ১৮ জুন, ২০২০৷ আবেদনকারীর কাছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা জীবনবিজ্ঞানে মাস্টার ডিগ্রী থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন- ৩১,০০০ টাকা৷

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ইচ্ছুক প্রার্থীরা http://www.sdau.edu.in/Content/sdau.edu.in/Download/377final.pdf -এই লিঙ্কে ক্লিক করতে পারেন৷

কেরল রাজ্য সরকারি কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বা KSCARD লিগাল অফিসার (Legal Officer) পদের জন্য আমন্ত্রণ জানাচ্ছে৷ আসন সংখ্যা- ২৷ রেগুলার হিসেবে এই চাকরিতে যোগ দিতে পারবেন৷ তবে আবেদনের শেষ তারিখ ১ জুলাই, ২০২০৷ এর জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীর কাছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যথোপযুক্ত ডিগ্রী থাকতে হবে৷ এই পদের বেতন- ২৪,৫০০ টাকা থেকে ৫২,৯৫০ টাকা৷ আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে৷

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে http://recruit-app.com/kscard2020/ -এই লিঙ্কে ক্লিক করতে হবে৷

আপনার যদি উপরোক্ত কোনও পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকে এবং আপনি ইচ্ছুক হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক লিঙ্কে গিয়ে আবেদন জানাতে পারেন৷ নির্দিষ্ট লিঙ্কে নির্দিষ্ট চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা রয়েছে৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন-  প্রচুর টাকার চাকরির সুযোগ, এনটিপিসি-তে (NTPC Recruitment) আবেদনের খুঁটিনাটি

English Summary: Check out the details of latest agriculture jobs
Published on: 15 June 2020, 06:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)