আপনি কি কৃষিক্ষেত্রে চাকরি খুঁজছেন? কিন্তু চাকরি সংক্রান্ত কোনও তথ্য বা খবর আপনার কাছে নেই? যদি এমনটা হয় তাহলে আপনি নিচের এই প্রতিবেদনে চোখ রাখতে পারেন৷ এখানে কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরণের সাম্প্রতিক চাকরির বিষয়ে উল্লেখ রয়েছে৷ কৃষি বিভাগের পক্ষ থেকে অফিশিয়াল নোটিশ জারি করে এ সম্পর্কে জানানো হয়েছে ইতিমধ্যেই৷ ইচ্ছুক প্রার্থীরা, চাকরির বৃত্তান্ত, কত বেতন, বয়স সীমা, আবেদন প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি, সমস্ত কিছু জেনে নিতে পারবেন এখান থেকে৷
Indian Agricultural Statistics Research Institute or IASRI- ইয়াং প্রফেশনাল II- এই পদে ভর্তির হতে পারেন৷ চাকরির স্থান- নয়া দিল্লি৷ খালি পদের সংখ্যা- ২৷ চুক্তিভিত্তিক বেতন৷ আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই, ২০২০৷ শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বি.টেক বা বি.ই বা মাস্টার ডিগ্রী থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের৷ মাসিক বেতন ২৫,০০০ টাকা৷
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা https://iasri.icar.gov.in/ -এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন৷
Sardarkrushinagar Dantiwada Agricultural University or SDAU- এ জুনিয়র রিসার্চ ফেলো পদে ভর্তির জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে৷ চাকরির স্থান- গুজরাত৷ আসন সংখ্যা- ১৷ উপার্জন চুক্তিভিত্তিক৷ আবেদনের শেষ তারিখ- ১৮ জুন, ২০২০৷ আবেদনকারীর কাছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা জীবনবিজ্ঞানে মাস্টার ডিগ্রী থাকতে হবে৷ এই পদের জন্য মাসিক বেতন- ৩১,০০০ টাকা৷
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ইচ্ছুক প্রার্থীরা http://www.sdau.edu.in/Content/sdau.edu.in/Download/377final.pdf -এই লিঙ্কে ক্লিক করতে পারেন৷
কেরল রাজ্য সরকারি কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বা KSCARD লিগাল অফিসার (Legal Officer) পদের জন্য আমন্ত্রণ জানাচ্ছে৷ আসন সংখ্যা- ২৷ রেগুলার হিসেবে এই চাকরিতে যোগ দিতে পারবেন৷ তবে আবেদনের শেষ তারিখ ১ জুলাই, ২০২০৷ এর জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীর কাছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যথোপযুক্ত ডিগ্রী থাকতে হবে৷ এই পদের বেতন- ২৪,৫০০ টাকা থেকে ৫২,৯৫০ টাকা৷ আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে৷
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে http://recruit-app.com/kscard2020/ -এই লিঙ্কে ক্লিক করতে হবে৷
আপনার যদি উপরোক্ত কোনও পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকে এবং আপনি ইচ্ছুক হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক লিঙ্কে গিয়ে আবেদন জানাতে পারেন৷ নির্দিষ্ট লিঙ্কে নির্দিষ্ট চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা রয়েছে৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন- প্রচুর টাকার চাকরির সুযোগ, এনটিপিসি-তে (NTPC Recruitment) আবেদনের খুঁটিনাটি