প্রচুর টাকার চাকরির সুযোগ, এনটিপিসি-তে (NTPC Recruitment) আবেদনের খুঁটিনাটি

NTPC-তে বিভিন্ন পদে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যে এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি (NTPC Recruitment) জারি করা হয়েছে৷ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এনটিপিসি-এর (NTPC) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে৷

KJ Staff
KJ Staff

কোভিড ১৯-কে (Covid 19) প্রতিহত করতে দেশব্যাপী শুরু হয় লকডাউন (Lockdown). স্বাভাবিক জনজীবন যেমন তাতে ব্যহত হয়েছে, তেমনই অর্থনীতিও ধাক্কা খেয়েছে৷ যার জেরে চাকরি হারিয়েছেন অনেকে৷ তবে জীবনের সুরক্ষার জন্যই এই লকডাউনের ওপর জোর দেওয়া হয়েছে এবং বারবার করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে সচেতন করা হয়েছে৷ আর এমতাবস্থায় এবার আশার আলো দেখাল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC).

NTPC-তে বিভিন্ন পদে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন দেওয়া হবে কর্মচারীদের৷ ইতিমধ্যে এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এনটিপিসি-এর (NTPC) অফিশিয়াল ওয়েবসাইটে (ntpccareers.net/openings.php) গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে৷

এই আবেদনের শেষ তারিখ আগামী ২২জুন নির্দিষ্ট করা হয়েছে৷ এরপরে কোনও আবেদন গ্রাহ্য করা হবে না৷ কোন কোন পদে চাকরির জন্য আবেদন করতে বলা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা, সেই সঙ্গে অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলিও চলুন দেখে নেওয়া যাক৷

শূন্যপদ সম্পর্কে বিস্তারিত (NTPC Vacancies)-

মোট শূন্যপদ- ২৩

পদের নাম এবং আসন সংখ্যা-

Head of Excavation: ১ টি

Executive (Excavation): ১ টি

Executive (Mine Planning -RQP): ২ টি

Head of Mine Surveyor: ১ টি

Mine Surveyor/Mine Surveyor: ১৮ টি

আবেদনের পদ্ধতি- এনটিপিসি-এর শূন্যপদে যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে চাইলে নীচের পদ্ধতিগুলিতে একবার চোখ রাখতে হবে৷ প্রথমে এনটিপিসি-এর আধিকারিক ওয়েবসাইটে যেতে হবে, (www.ntpc.co.in). এবার হোমপেজে গিয়ে কেরিয়ার ট্যাব-এর ওপর ক্লিক করতে হবে৷ 'Jobs at NTPC'-তে "Click here to view the advertisement/apply"-এ ক্লিক করতে হবে৷ নতুন পেজে 'Apply Online'-এ ক্লিক করতে হবে৷ এরপর অ্যাপ্লিকেশন-টি পূরণ করতে হবে নির্দিষ্ট এবং সঠিক তথ্য দিয়ে৷ এরপর সেটি সাবমিট করে দিতে হবে৷

বেতন সংক্রান্ত তথ্য (Salary Structure)-

Head of Excavation: মাসিক ২,২৭,০০০ টাকা

Executive (Excavation): মাসিক ১,৭০,০০০ টাকা

Executive (Mine Planning -RQP): মাসিক ১,৮৯,০০০ টাকা

Head of Mine Surveyor: মাসিক ১,৮৯,০০০ টাকা

Assistant Mine Surveyor: মাসিক ৫৭,০০০ টাকা

Mine Surveyor: মাসিক ৭৬,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifications)-

Head of Excavation: এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীর ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে (মেকানিক্যাল/ মাইনিং মেশিনারি, সঙ্গে নির্দিষ্ট ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ 

Executive (Excavation): এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীর ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে (মেকানিক্যাল/ মাইনিং মেশিনারি, সঙ্গে নির্দিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ 

আরও তথ্যের জন্য এবং আবেদন ফি জমা দিতে এনটিপিসি-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন ইচ্ছুক প্রার্থীরা৷ অফলাইনেও ফি জমা দেওয়া যেতে পারে৷ আবেদনের জন্য লাগবে ছবির স্ক্যান কপি, পে-ইন-স্লিপ এবং বায়ো-ডেটা৷ মনে রাখতে হবে আবেদনের শেষ তারিখ আগামী ২২জুন৷  

বর্ষা চ্য়াটার্জি

আরও পড়ুন-

কম টাকা বিনিয়োগে (Low Investment Business) এই সব ব্যবসায় হবে প্রচুর লাভ

Published On: 09 June 2020, 03:55 PM English Summary: Check out the details of the NTPC latest recruitment

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters