কম টাকা বিনিয়োগে (Low Investment Business) এই সব ব্যবসায় হবে প্রচুর লাভ

এই ব্যবসাগুলির জন্য বেশি সময়-পরিশ্রম যেমন প্রয়োজন হয় না, তেমনই বিনিয়োগও (Low Investment Business) খুব বেশি করতে হয় না৷ সেই সঙ্গে লাইসেন্স পাওয়াও খুব একটা কষ্টসাধ্য বিষয় হয় না৷ বাড়িতে বসেই অনলাইন লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন৷

KJ Staff
KJ Staff

যদি আপনি নিজে কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তাহলে একবার নিম্নের ব্যবসাগুলি করার কথা ভেবে দেখতে পারেন৷ এই ব্যবসাগুলির জন্য বেশি সময়-পরিশ্রম যেমন প্রয়োজন হয় না, তেমনই বিনিয়োগও (Low Investment Business) খুব বেশি করতে হয় না৷ সেই সঙ্গে লাইসেন্স পাওয়াও খুব একটা কষ্টসাধ্য বিষয় হয় না৷ বাড়িতে বসেই অনলাইন লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন৷

আচার তৈরির ব্যবসা (Pickles Making Business)-

আচার আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে৷ যদি আপনি ছোট কোনও ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন বা শুরু করতে চাইছেন তাহলে আচার তৈরির ব্যবসা একটি ভালো স্টার্টআপ হতে পারে৷ কারণ এটি বেশ সহজ৷ বাজারে এর চাহিদাও রয়েছে যথেষ্ট৷ এই ব্যবসার মাধ্যমে বাড়িতে বসেই আপনি ২০-২৫ হাজার টাকা পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারবেন৷

লাইসেন্স  এবং অনুমতি- এই ব্যবসার জন্য লাইসেন্স লাগবে৷ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)- থেকে এর লাইসেন্স আপনি পেতে পারেন৷ এর জন্য অনলাইনেও আবেদন করতে পারেন৷

জুট ব্যাগ তৈরির ব্যবসা (Jute Bag Business)-

পরিবেশকে দূষিত হওয়ার থেকে রক্ষা করতে প্লাস্টিক ব্যবহারে নিষেধ করা হয় বারবারই৷ এর বিকল্প হিসেবে পাটের বা জুটের ব্যাগের চাহিদা বর্তমানে প্রচুর৷ তাই চাইলে জুট ব্যাগ তৈরির ব্যবসাও আপনি শুরু করতে পারেন৷ এর জন্য প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পুঁজি হলে ভালো হয়৷ এর পাশাপাশি প্রায় ৫০০ বর্গ ফুট জায়গারও প্রয়োজন হবে এই ব্যবসা শুরু করতে৷

লাইসেন্স এবং অনুমতি- এই ব্যবসার অনুমতিতে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে৷ যেমন- ফর্মের রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, এসএসআই ইউনিট, জিএসটি রেজিস্ট্রেশন, আইইসি কোড৷

বোতাম তৈরির ব্যবসা (Button Making Business)-

একটু অবাক হলেও কম পরিশ্রমে এই ব্যবসা আপনাকে উপার্জনের পথ দেখাতে পারে৷ বস্ত্রশিল্পের (Garments Industry)  সঙ্গে এই ব্যবসা ওতোপ্রোতোভাবে যুক্ত৷ বাজারে বিভিন্ন ধরণের বোতামের চাহিদা রয়েছে৷ প্লাস্টিকের বোতাম, কাপড়ের বোতাম, স্টিলের বোতাম, কাঠের বোতাম, প্রভৃতি৷ আপনি নিজের সুবিধা মতো এই বোতাম তৈরি করতে পারেন৷ ৩০-৪০ হাজার পুঁজিতে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন৷

কোথায় বিক্রি করবেন?

এই বোতাম বস্ত্র উৎপাদনের সঙ্গে যারা যুক্ত সেই সংস্থাকে (Garment Manufacturer) বিক্রি করতে পারেন৷ অথবা তাদের থেকে অর্ডার নিয়ে তাদের পছন্দ অনুযায়ী বোতাম তৈরি করে বিক্রি করতে পারেন৷ অতিরিক্ত উপার্জনের জন্য সুপার মার্কেট, জেনারেল স্টোর্স, স্থানীয় দর্জির দোকান প্রভৃতি জায়গাতেও এগুলি বিক্রি করতে পারবেন৷

 

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন-

গ্রামে স্বল্প বিনিয়োগে প্রচুর উপার্জন করতে শুরু করুন এই ৩টি ব্যবসা (Profitable Small Business)

উচ্চ মুনাফা চান (Profitable business)? মাত্র দশ হাজার টাকা ব্যয়ে বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা

Published On: 06 June 2020, 03:58 PM English Summary: To earn profit start these businesses with low investment

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters