দেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ এখনও বেড়েই চলেছে, জারি রয়েছে কন্টেনমেন্ট জোনে লকডাউন। আনলকিং সিস্টেম শুরু হলেও সংক্রমণের মাত্রা বেশী থাকায় সতর্কতা অবলম্বন একান্ত আবশ্যক। এই সংকটজনক পরিস্থিতিতে বহু মানুষ হারিয়েছেন তাদের জীবিকা, অর্থনৈতিক অবস্থার হাল ফেরাতে সচেষ্ট সরকার। সমসাময়িক অবস্থার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পূর্বেই ঘোষণা করেছিলেন যে, রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক অবস্থা কিছুটা হলেও পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী, মিউনিসিপাল সার্ভিস কমিশন সার্জেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, ড্রাফটসম্যান ও অন্যান্য পদের জন্য কর্মী নিয়োগ পদ্ধতি (WB Job Vacancy) শুরু হয়েছে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী চাকরি প্রার্থীরা শীঘ্র আবেদন করুন অনলাইনে বা অফলাইনে।
আবেদন করার পূর্বে জেনে নিন প্রয়োজনীয় তথ্যগুলি —
শূণ্য পদের বিবরণ -
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
- অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার
- সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার
- সার্ভেয়ার
- ড্রাফটসম্যান
- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
- লোয়ার ডিভিশন ক্লার্ক
মাসিক মাহিনা -
মাসিক মাহিনা নির্ভর করবে পদের উপর। কোন পদের জন্য কত মাহিনা দেওয়া হবে তা এখনও নির্দিষ্ট করে উল্লেখ না করা হলেও বিজ্ঞপ্তি অনুসারে পদভিত্তিক ৫,৪০০ টাকা - ২৫,২০০ টাকা পর্যন্ত কর্মীকে মাহিনা বাবদ দেয়।
আবেদনের যোগ্যতা (Eligibility) -
আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা – দশম এবং দ্বাদশ উত্তীর্ণ
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন -
নিয়োগ সংক্রান্ত পরীক্ষা ও বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা আরও বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ক্লিক করন - https://www.mscwb.org/
আবেদনের সময়সীমা -
অনলাইনে আবেদন করার অন্তিম সময়সীমা হল —৩১/০৮/২০২০
Image Source - Google
Related Link - (Zero tillage farming) জিরো টিল সীড কাম ফার্টিলাইজার ড্রিল- বিনা কর্ষণে চাষ, মাটির স্বাস্থ্য বজায় রাখার এক অভিনব পদ্ধতি
মৎস্য চাষ করলে বেশী লাভ করতে চান? সাফল্যের দিশা পেতে অনুসরণ করুন এই পদ্ধতির
মেষপালন (Sheep Farming) করে আজ লক্ষাধিক মুনাফা অর্জন করছেন এই কৃষক