এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 3 January, 2022 4:21 PM IST
কৃষি যন্ত্র ( প্রতীকি ছবি )

এক অভিনব ধান কাটার যন্ত্র আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা । এই যন্ত্রটির দাম আমদানি করা যন্ত্রের তুলনায় অর্ধেক আবার প্রচলিত যন্ত্রের চাইতে ধান কাটার সক্ষমতা বেশি।বর্তমানে বাংলাদেশে ধান কাটার যন্ত্রের চাহিদা তুলনা মূলক ভাবে বৃদ্ধি পেয়েছে । করোনা মহামারির সময় ধান কাটার জন্য পর্যাপ্ত পরিমানে শ্রমিক না পাওয়ার জন্য ধান কাঁটা যন্ত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

নতুন এই যন্ত্রটি ছোট জমি চাষের ক্ষেত্রে অত্য়ন্ত কর্যকর হবে বলে মনে করা হচ্ছে। এই যন্ত্রটি ঘন্টায় তিন থেকে চার বিঘা জমি চাষ করতে পারে । এটি ঘন্টায় ৪ লিটার জ্বালানি ঘরচ করে। এই যন্ত্রটি কাদায় চলে এবং ফসলের ক্ষতির পরিমান একদম কম। তবে বানিজ্যিক ভাবে এই যন্ত্রটি এখনই বাজারে কিনতে পাওয়া যাবে না।

বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে এই যন্ত্রটি অগ্রনি ভুমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। যদিও এই ধরনের যন্ত্র বাজারে আনতে গেলে প্রায় ১০০ কোটি টাকার প্লান্ট তৈরি করতে হবে। বাংলাদেশ মূলত চীন এবং জাপান থেকে হারভেস্টার আমদানি করে । এই দুটি দেশের বিভিন্ন কোম্পানির পণ্যের একেক রকম দাম হয়। বাংলাদেশে কৃষি উদ্যোক্তা কিংবা কোন কৃষক সমিতির মাধ্যমে হারভেস্টার কেনার ক্ষেত্রে মোট দামের অর্ধেক ভর্তুকি দেয় সরকার।

আরও পড়ুনঃ ঝিনুক চাষ করে লাভবান হতে পারেন আপনিও, দেখে নিন চাষের সঠিক পদ্ধতি

আরও পড়ুনঃ জেনে নিন কালো টমেটো চাষ করার পদ্ধতি,লাভবান হবেন অনেক

English Summary: The agricultural scientists of Bangladesh invented the rice cutting machine and put it on the shelf
Published on: 03 January 2022, 04:21 IST