এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 8 May, 2021 5:47 PM IST
Plug tray (Image Credit - Google)

প্লাগ ট্রেতে মাটির বদলে সাধারণভাবে নারকেলের ছোবড়ার থেকে গুড়ো করে জীবানু নাশের পর তৈরি ‘কোকোপিট’ বলে পরিচিত গ্রোথ মিডিয়াম ব্যবহার করা হয়, যাতে বীজ বুনে চারা তৈরী করা হয়।

বর্তমান যুগের উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মেলাতে  বিভিন্ন সবজির উৎকৃষ্ট গুণমানের হাইব্রিড তৈরী হয়েছে ও অসময়ে সবজি চাষের প্রচলন বেড়েছে। বিভিন্ন রোগ ও কীটশত্রু সহনশীল, উচ্চফলনশীল উচ্চ দামের সবজি বীজের চারা তৈরীর জন্য আজকের দিনে প্লাগ ট্রে বা পোর ট্রে বহুল ব্যবহার হচ্ছে।

এই প্রযুক্তির প্রধান উপাদান হল চারা তৈরী করার প্লাস্টিকের ট্রে যাতে ছোট টবের আকৃতির খোপ থাকে। এতে মাটি না দিয়ে বিশেষ ‘গ্রোথ মিডিয়াম’ দিয়ে প্রতি খোপে একটি করে বীজ দিয়ে চারা বড় করা হয়। এই খোপগুলিকে প্লাগ বা পোর বলে। প্রতিটি প্লাগের তলায় টবের মতোই জল নিগমের জন্য ছিদ্র থাকে। সবজি ফসলের জন্য সাধারণভাবে যে ট্রে ব্যবহার করা হয় তাতে ৯৮ টি বা ১০২টি বা ১০৪ টি খোপ বা প্লাগ থাকে। তবে বর্তমানে সবরকম সবজি যেমন কুমড়ো গোত্রের সবজিগুলি ও পেঁপে, সজনে ইত্যাদিরও প্লাগ ট্রে তে চারা করা হয়, যার জন্য অপেক্ষাকৃত বড় আকারের খোপ বিশিষ্ট প্লাগ ট্রে তৈরি করা হয়।

আরও পড়ুন - কাল্টিভেটরে কৃষকরা পেতে পারেন ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি

প্লাগ ট্রেতে মাটি ব্যবহার করলে জলসেচে মাটি ভারি হয়ে জমে যাবার ফলে অঙ্কুরোদ্গম ও চারার বৃদ্ধি ভালো হয় না, তাই হালকা ও জল ধারণ ও নিষ্কাশন ক্ষমতা সম্পন্ন ‘কোকোপিট’ ব্যবহার করা হয়। এই প্রযুক্তি  এক ধরনের হাইড্রোপনিকস বা কৃত্রিম ‘গ্রোয়িং মিডিয়ামে’ গাছের (চারার) পরিচর্যা।

আরও পড়ুন - জিরো টিলেজ পদ্ধতিতে ভুট্টা চাষে আয় করুন দ্বিগুণ অর্থ

English Summary: What is a plug tray or a pore tray? How to make seedlings in it?
Published on: 08 May 2021, 05:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)