পশ্চিমবঙ্গ সরকার "কৃষকবন্ধু" প্রকল্প চালু করেছে।যার উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের,কৃষি কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং কৃষকদের অকালমৃত্যুর ক্ষেত্রে কৃষক পরিবারগুলিকে সামাজিক নিরাপত্তা প্রদান করা।সম্প্রতি এই প্রকল্পটি পুনঃনির্মাণ করা হয়েছে এবং "কৃষক বন্ধু" হিসাবে পুনঃনামকরণ করা হয়েছে। নতুন প্রকল্পটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ১৭ জুন ২০২১-এ চালু করেছিলেন।
প্রকল্পের সুবিধা (Benefit of the scheme)
-
প্রকল্প অনুযায়ী প্রতিটি সুবিধাভোগীকে ২,০০,০০০ টাকার জীবন বীমা (Life Cover Insurance) প্রদান করা হবে।
-
প্রকল্পটি বাস্তবায়নের সময়কালে দুর্ঘটনাক্রমে কোন কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে পূর্ণ বীমার টাকা সরবরাহ করা হবে।
-
আগে খারিফ এবং রবি মরসুমে দু'টি কিস্তিতে একর প্রতি ৫,০০০ টাকা সুবিধাভোগীদের প্রদান করা হত। কিন্তু এবার থেকে West Bengal এর সকল কৃষষকেরা দশ হাজার (Rs. ১০,০০০/-) টাকা পাবে প্রতিবছরে ।
আরও পড়ুনঃ শিশুদের চিকিৎসা হবে বিনামূল্য়ে,কি কি সুবিধা পাবেন,কি কি ডকুমেন্ট প্রয়োজন,জেনে নিন বিস্তারিত
আজকের এই প্রতিবেদনে আমরা "Krishak Bandhu Scheme" এর Online Registration,Status Check Online, Eligibility & Benefits সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যাতে পশ্চিমবঙ্গের প্রতিটা কৃষক এই প্রকল্পের টাকা সঠিক ভাবে পায় ও আমাদের এই প্রতিবেদনটি তাদেরকে সাহার্য্য করে।
কৃষকবন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যোগ্যতা ২০২২?Krishak Bandhu Scheme Eligibility :
আবেদনকারী অবশই West Bengal এর স্থায়ী বাসিন্দা হতে হবে।
যেই চাষী আবেদন করবে তার নিজের জমির রেকর্ড থাকি চাই।
বয়স ১৮-৬০ হতে হবে।
অনলাইন আবেদন পদ্ধতি
এই প্রকল্পের ফর্মটি পূরণ করার জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net/–এ লগ ইন করতে হবে।
হোম পেজ আসার পর আপনাকে ‘কৃষি বিভাগ’ ট্যাবে ক্লিক করতে হবে।
এর পরে নতুন আবেদনের জন্য ‘কৃষক বন্ধু সাইন আপ’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর নিবন্ধকরণ ফর্মটি প্রদর্শিত হবে।
আপনাকে প্রয়োজনীয় বিশদটি পূরণ করতে হবে এবং তার পরে সাবমিট বাটনে ক্লিক করুন আবেদন জমা দেওয়ার জন্য।
আবেদন ফর্মটি পূরণ করার পরে, প্রার্থীরা ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড পাবেন, যার সাহায্যে তারা এই প্রকল্পের জন্য লগ ইন করতে পারবেন।
আপনি সরাসরি এই লিঙ্ক থেকেও রেজিস্ট্রেশন করতে পারবেন - https://krishakbandhu.net/users/sign_up
বিশদে জানার জন্য় /সহায়তার জন্য আগ্রহী প্রার্থীরা সকাল ১০ টা থেকে ৬ টা-র মধ্যে হেল্পলাইন নম্বর ৮৩৩৬৯৫৭৩৭০ –এ ফোন করতে পারেন।
অথবা এই মেল আইডি-তে মেল করতে পারেন - krishak.bandhu@ingreens.in.
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
-
Voter Card (ভোটের কার্ড )
-
Aadhar Card (আঁধার কার্ড )
-
Pan Card (প্যান কার্ড)
-
Krishak Bandhu Card (কৃষক বন্ধু কার্ড)