Kanyashree Prakalpa in Bengali: কন্যাশ্রী প্রকল্পে বড় পরিবর্তন,দেখে নিন কিভাবে পাবেন প্রকল্পের সুবিধা

কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হল মেয়েদের আর্থিক সাহায্য প্রদানের মাধ্য়মে উচ্চ শিক্ষায় উন্নিত করা

Saikat Majumder
Saikat Majumder
কন্যাশ্রী প্রকল্প

অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত ১৩-১৮ বছর বয়সের মেয়েদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে।

এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৮ ই মার্চ ২০১৩ সালে চালু করেছিলেন।এই প্রকল্পটি রাজ্যব্যাপী ইভেন্ট এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ১৪ ই আগস্ট ২০১৩-এ প্রচারিত হয়েছিল।

এই প্রকল্পটির উদ্দেশ্য

কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হল মেয়েদের আর্থিক সাহায্য প্রদানের মাধ্য়মে উচ্চ শিক্ষায় উন্নিত করা। বাল্যবিবাহ নিয়ন্ত্রণের জন্য প্রাথমিকভাবে এই প্রকল্প চালু করা হয়েছে। এই উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গ সরকার বার্ষিক আর্থিক সহায়তা দিচ্ছে যদি কন্য়া সন্তানরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারে। যাতে অভিভাবকরা তাদের মেয়েদের শিক্ষিত করতে এবং তাদের বিয়ে কমপক্ষে ১৮ বছর পর্যন্ত বিলম্বিত করতে অনুপ্রাণিত হয়।

আরও পড়ুনঃ Krishi Bandu:কৃষক বন্ধু প্রকল্পে পরিবর্তন,জানুন নতুন নিয়ম কানুন

Kanyashree Prakalpa এর Benefits:-

আবেদনকারীর বয়স অনুসারে Kanyashree এর কে মূলত তিন ভাগে ভাগ করা হয় যথা।

  • K-1 এর মাধ্যমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরত মেয়েরা বার্ষিক ৭৫০ টাকা করে পাবে।
  • K-2 এর মাধ্যমে ১৮ বছরের উর্দ্ধে মেয়েরা এককালীন ২৫০০০ টাকা অনুদান পাবেন ।
  • K-3 এর মাধ্যমে  Post Graduation এ পাঠরত ছাত্রীরা প্রতিমাসে ২৫০০ টাকা পর্যন্ত অনুদান পাবেন।

Kanyashree Prakalpa

Benifit in INR

Kanyashree K1

৭৫০ টাকা প্রতিমাসে

Kanyashree K2

এককালীন ২৫০০০ টাকা

Kanyashree K3

Arts, Commerce Students এর ক্ষেত্রে ২০০০ টাকা প্রতি মাসে এবং Science Students এর ক্ষেত্রে  মাসিক ২৫০০ টাকা

নিজের নাম নথিভুক্ত করার পদ্ধতি জেনে নিন

  • Kanyashree K3 এর জন্য আবেদনের জন্য ভিসিট করুন https://svmcm.wbhed.gov.in/ SVMCM এর অফিশিয়াল ওয়েবসাইট।

  • সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে Registration করুন Registration সম্পন্ন হয়ে গেলে Kanyashree Prakalpa (K3) তে ক্লিক করুন।

  • যথাযথ তথ্য প্রদান করে Application Form পূরণ করুন এবং Submit করুন। সম্পূর্ণ Application Process সম্বন্ধে জানার জন্য নিম্নে প্রদান করা লিংকে ক্লিক করুন।

Kanyashree  K 1 Eligibility

  • আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

  • আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

  • আবেদনকারীর Family Income বার্ষিক ১,২০,০০০ এর বেশী হওয়া চলবে না ।

  • আবেদনকারী ছাত্রীর বয়স হতে হবে ১৩ থেকে ১৭ এর মধ্যে হতে হবে।

  • আবেদনকারীর বয়স ১৮ এর বেশি হওয়া উচিত নয় । যদি আবেদনকারীর বয়স ১৮ এর বেশী হয় তাহলে তিনি আর কোন বার্ষিক বৃত্তি সুবিধা পাবেন না , শুধুমাত্র এককালীন অর্থের সুবিধা পাবেন সেক্ষেত্রে।

  • মহিলা শিক্ষার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত নিয়মিত বা সমমানের স্কুলে বা সমমানের বৃত্তিমূলক বা অন্য কোনও প্রযুক্তিগত প্রশিক্ষণ কোর্সে ৮ থেকে ১২ তম শ্রেণির মধ্যে নথিভুক্ত হতে হবে।

আরও পড়ুনঃ পরিবর্তিত হল লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম, টাকা পেতে হলে এবার মানতে হবে এই নির্দেশিকা

Kanyashree  K 2 Eligibility

  • আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

  • আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে18 বছর বয়স পর্যন্ত।

  • আবেদনকারীর Family Income বার্ষিক ১,২০,০০০ এর বেশী হওয়া চলবে না।

  • মহিলা শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য সরকার স্বীকৃত বোর্ড থেকে Regular Course এ ভর্তি হতে হবে।

Kanyashree  K 3  Eligibility

  • আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

  • Kanyashree K2 এর জন্য Register আবেদনকারীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন। K3 এর জন্য।

  • K3 এর আবেদনের জন্য নির্দিষ্ট কোন বয়সের সিমা নেই।

  • শিক্ষার্থীকে অবশ্যই ৪৫% সহকারে Undergraduate Degree পাশ হতে হবে।

  • সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Post Graduation এর জন্য ভর্তি হতে হবে।

Kanyashree Prakalpa এর আবেদনের জন্য Important Documents

  • ছাত্রীর জন্মের প্রমানপত্র,

  • আধার কার্ড

  • স্কুল সার্টিফিকেট

  • পারিবারিক আয়ের প্রমানপত্র ,

  • অভিভাবক কর্তৃক অবিবাহিতা সার্টিফিকেট;

  • পাসপোর্ট সাইজের ফটো  

  • যে কোন রাষ্ট্রীয় ব্যাংকের একটি Savings Bank Account ।

Published On: 22 February 2022, 04:20 PM English Summary: Learn about Kanyashree K1, K2, K3 2022: Status Check , Eligibility, Amount

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters