কৃষিজাগরন ডেস্কঃ কৃষক বন্ধু প্রকল্পে সুবিধাভোগী কৃষকদের জন্য সুখবর!খুব শীঘ্রই আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা।যদিও রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে ইতিমধ্যে বেশ কয়েকজন কৃষকের কৃষকবন্ধু অ্যাকাউন্টে ‘অ্যাকাউন্ট ভ্যালিড’ অপশনটি সক্রিয় হয়েছে। এটিই টাকা পাওয়ার জন্য শেষ ধাপ ।অর্থাৎ এই অপশনটি সক্রিয় হওয়ার পরেই কৃষকবন্ধু অ্যাকাউন্টে টাকা ঢোকে।
যদিও ডিসেম্বরে কৃষকবন্ধু টাকা ঢোকার কোনও সম্ভবনা নেই। কারন গত বছর ডিসেম্বরে ৭ থেকে ৮ তারিখের মধ্যে কৃষকবন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল।কিন্তু আজ ডিসেম্বরের ২১ তারিখ হয়ে গেলেও কৃষকবন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত করা সম্ভব হয়নি।তবে মনে করা হচ্ছে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে কৃষকবন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
আরও পড়ুনঃ Duare Sarkar: ‘দুয়ারে সরকার’ প্রকল্পের জয়জয়কার! মিলল Digital India পুরস্কার
প্রায় ৮৯ লক্ষ কৃষকের হাতে এই প্রকল্পের মাধ্যমে দুই দফায় দশ হাজার টাকা করে দেওয়া হয়।কৃষি দপ্তরের সমীক্ষা অনুযায়ী,আগামী বছরের মধ্যে এই প্রকল্পের সুবিধা এক কোটি কৃষক এর হাতে পৌঁছাবে।এর ফলে লাভবান হবেন কৃষকরা ও তাঁদের পরিবাররা।
আরও পড়ুনঃ PM Kisan Yojana: নতুন বছরেই আসতে চলেছে কিষাণ যোজনার বড় আপডেট, জানুন বিস্তারিত
কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাঃ –
এই প্রকল্পের আওতায় যারা আসবেন তাঁরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন –
১. এই প্রকল্পের আওতায় যারা আসবেন তাদের ২ লক্ষ টাকার জীবন বীমার সুবিধা পাবেন ।
২ প্রকল্পের সুবিধা চলাকালীন কোন কৃষক মারা গেলে তার পরিবারকে বীমার সম্পূর্ণ টাকা দেওয়া হবে ।
৩. ফসল বীমার টাকা দুটি কিস্তিতে কৃষকেরা পাবেন ।
৪. সুবিধাভোগী কৃষক মারা গেলে ১৫ দিনের মাথায় তার পরিবার টাকা পাবেন ।
৫. ফসল বীমার প্রিমিয়াম রাজ্য সরকার দেবে ।
৬. প্রতি একর প্রতি ৫ হাজার টাকা কৃষক পাবেন । রবি এবং খারিফ দুটি মরসুমে এই টাকা প্রদান করা হয় ।