বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 18 January, 2022 10:56 AM IST
অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা

কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল চালু করেছে।  অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা  ই-শ্রম পোর্টালে নিজেদের নাম নিবন্ধন করলে অনেক রকমের সুবিধা পাবেন । গত বছর অর্থাৎ ২০২১  সালের আগস্ট মাসে, ই-শ্রম পোর্টাল চালু করা হয়েছিল । এই প্রকল্পের সুবিধা পেতে, বিভিন্ন ক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের  ই-শ্রম পোর্টালে নিজেদের নাম নিবন্ধন করতে হবে ।  রেজিস্ট্রেশন হয়ে গেলেই শ্রমিকরা ই-শ্রম কার্ডের মাধ্যমে সরকার প্রদত্ত সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারবে । এখনও পর্যন্ত, দেশের বিপুল সংখ্যক মানুষ ই-শ্রম পোর্টালে নিজেদের নিবন্ধিত করেছেন। তথ্য অনুসারে, এখন পর্যন্ত ২০  কোটিরও বেশি মানুষ ই-শ্রম পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। আপনিও যদি নিজের নাম রেজিস্ট্রেশন করতে চান, কিন্তু কোনো কারণে তা সম্পন্ন করতে পারছেন না , তাহলে চিন্তা করার দরকার নেই। এর জন্য আপনি অভিযোগ জানাতে পারেন।  

আপনি দুটি উপায়ে ই-শ্রম পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। প্রথমত, আপনি ই-শ্রম পোর্টালের মাধ্যমে অনলাইনে গিয়ে নিজের নাম নিবন্ধন করতে পারেন এবং দ্বিতীয়ত, CSC-তে গিয়েও নিজের নাম নথিভুক্ত করাতে পারেন।  

-শ্রম হেল্পডেস্ক

নাম নথিভুক্তের সময় আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ই-শ্রম হেল্পডেস্কে আপনি অভিযোগ জানাতে পারেন । 

আরও পড়ুনঃ ২০২২ সালে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! রইল ছুটির তালিকা

আরও পড়ুনঃ ২০২১ সালে ভারতে বৈদ্যুতিক বাইক বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি

-শ্রম টোল ফ্রি নম্বর

নাম নথিভুক্ত করনের সময় আপনি যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি টোল ফ্রি নম্বর ১৪৪৩৪-এ কল করতে পারেন। এটি অবিলম্বে আপনার সমস্যার সমাধান করবে।  

অনেক ভাষায় সাহায্য পাওয়া যাবে 

ই-শ্রম হেল্পডেস্কে ৯ টি ভাষায় সহায়তা পাওয়া যায়। ৯ টি ভাষার মধ্য়ে আপনি যে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আপনি সেই ভাষায় কথা বলতে পারবেন।  

English Summary: E-Labor Portal: Problems during registration on e-Labor Portal? Then do this, get help right away
Published on: 18 January 2022, 10:56 IST