এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 31 July, 2021 2:38 PM IST
Kisan Credit card Benefit

কেন্দ্রের অর্থমন্ত্রক কিষাণ ক্রেডিট কার্ড (KCC) প্রকল্পের মাধ্যমে আড়াই কোটি কৃষককে উপকৃত করার জন্য দুই লক্ষ কোটি টাকার লোন ঘোষণা করে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ব্যবস্থাপনায় এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে চাষিদের লোন দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়। অর্থমন্ত্রীর ঘোষণা অনুসারে কেসিসি স্কিমটি মৎস্যজীবী এবং পশুপালক দু'জনেরই জন্য সহায়ক।

কৃষকদের জন্য কেন্দ্রের এই আশাবাদী প্রকল্পে কৃষকদের স্বল্প সুদে লোন পেতে সাহায্য করবে। দেশের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চাষিদের এই ক্রেডিট কার্ডের সুবিধা দিচ্ছে। চাষিরা অতি সহজে একটি ফর্ম পূরণ করার মাধ্যমে কিষান ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

এসবিআই কেসিসি স্কিমের বিভিন্ন সুবিধা (SBI KCC sceme Advantage)

১) কেসিসি অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্সে সেভিংস-এর হারে সুদ পাওয়া যাবে
২) সকল কেসিসি লোণ গ্রহীতাদের জন্য ফ্রি এটিএম কাম ডেবিট কার্ড (স্টেট ব্যাংক কিষাণ কার্ড) দেওয়া হবে।
৩) লোণের পরিমাণ ৩ লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্ট সাবভেনশন সুদ ২%
৪) সকল কেসিসি লোণের জন্য ফসল বা বিজ্ঞপ্তিযুক্ত অঞ্চলগুলি ফসলের বীমার আওতায়।
৫) ১ ম বছরের জন্য লোণের পরিমাণ নির্ধারণ করা হবে চাষের ব্যয়, ফসল কাটার পরের ব্যয় এবং খামার রক্ষণাবেক্ষণ ব্যয়ের ভিত্তিতে
পরবর্তী পাঁচ বছরের জন্য এসবিআই কেসিসি স্কিমের অধীনে আর্থিক বৃদ্ধির ভিত্তিতে লোণ অনুমোদিত হবে।

৬) কেসিসির সীমা ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত জামানত সুরক্ষা মকুব করা হয়েছে।
৭) জামানত সুরক্ষার উপর অনুমোদিত কিষাণ ক্রেডিট কার্ডের সীমা বিবেচনা করা হবে।
৮) নির্ধারিত সময়ের মধ্যে লোণ পরিশোধ না করার ক্ষেত্রে কার্ডের হারে সুদ বাড়বে।

আরও পড়ুন:Avocado Farming Procedure: অ্যাভোকাডো চাষ করে হয়ে উঠুন সম্পদশালী কৃষক

এসবিআই কেসিসি স্কিমের আবেদনকারী (SBI KCC Sceme Applicant)

১) এই কেসিসি-র জন্য সব ধরনের কৃষকরা আবেদন করতে পারেন। স্বনির্ভর গোষ্ঠীগুলি (এসএইচজি) বা যৌথ গোষ্ঠীগুলির অন্তর্ভুক্ত ভাগচাষী বা শ্রমিকরাও এই কার্ডের জন্য আবেদন করতে পারেন।
২) আবেদনকারীকে অবশ্যই ফর্মের সমস্ত প্রয়োজনীয় বিবরণ ঠিক ভাবে পূরণ করতে হবে।
৩) যিনি এই কার্ডের জন্য আবেদন করছেন তাঁকে, ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড/পাসপোর্ট / আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্সের মতন নথি দেখাতে হবে।
এই কিষান ক্রেডিট কার্ড যেইসব চাষিদের কাছে থাকবে তারা ভীষণ ভাবে লাভবান হবেন এ কথা বলাই বাহুল্য।

আরও পড়ুন:Bamboo Farming: বাঁশ চাষে আপনিও হতে পারেন কোটিপতি, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

English Summary: Effectiveness of Kisan Credit Card
Published on: 31 July 2021, 12:41 IST