এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 31 July, 2020 2:06 PM IST
Solar Pump

২০২০-এর সাম্প্রতিক ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা (প্রধানমন্ত্রী কুসুম) প্রকল্পটি সম্প্রসারণের ঘোষণার পরেই, সরকার পুরোদমে এটি বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করেছে, যা সারা দেশে ২০ লক্ষ কৃষককে সুবিধা প্রদান করবে। সোলার পাম্প যোজনার আওতায় সেচ ও জলের সমস্যা পূরণের প্রতিশ্রুতি দিয়ে সরকারের পক্ষ থেকে কৃষককে পাম্প সেট এবং নলকূপ স্থাপনের জন্য ৭০% ভর্তুকি প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়। সমগ্র দেশ জুড়ে এই প্রকল্পের সুবিধা পাবেন কৃষকরা।

সৌর পাম্প প্রকল্পের উদ্দেশ্যসমূহ ২০২০ (Objectives of Solar Pump Project 2020)-

  • সৌর শক্তি ভিত্তিক সেচ সম্পর্কে উত্সাহিত করা হবে।
  • কৃষকরা সেচের নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।
  • নির্বিঘ্নে সেচ সুবিধা দেওয়া হবে।
  • ডিজেল দিয়ে সেচের অর্থনৈতিক ব্যয় হ্রাস পাবে।
  • বিদ্যুৎ সংস্থাগুলির ক্ষয়ক্ষতি কমাতে সোলার পাম্প প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

কুসুম যোজনার সুবিধা (Benefit of this scheme) -

  • কৃষকদের পতিত জমি থেকে অর্থ উপার্জন হবে।
  • কেন্দ্রীয় সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির পরিমাণ দেবে।
  • সৌরশক্তির জন্য অনুর্বর জমিতে গাছপালা স্থাপন করা হবে।
  • জলশক্তির সঞ্চয় হবে।

কৃষকরা যদি ভর্তুকিতে সৌর পাম্প নিতে চান, তবে আজই এই স্কিমের আওতায় আবেদন করুন, কারণ রাজ্য সরকার আগামী ৫ বছরে ২ লক্ষ সোলার পাম্প স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কুসুম স্কিমের আওতায় এই লক্ষ্য পূরণ করা হবে। এই বছর ৭৫% ভর্তুকি-তে সোলার পাম্প নেওয়ার জন‍্যে নুন‍্যতম ৫ বিঘা (১.৫ একর) জমি (কম্পিউটারাইজ পরচা) বাধ্যতামূলক ।

Solar pump rate chart

ওপরের ছবিতে hp ও পাম্পের ধরণ অনুযায়ী সাবসিটির ডিটেলস দেওয়া আছে।

সোলার পাম্পের অনলাইনে ফর্ম ফিলাপের জন্য প্রয়োজনীয় নথি (Important Document) -

১. আধার কার্ড

২. ভোটার কার্ড

৩. নুন‍্যতম ৫ বিঘা (১.৫ একর) জমি (কম্পিউটারাইজ পরচা) - *বাধ্যতামূলক* 

৪. কৃষক বন্ধুর আইডি

৫. ব‍্যাঙ্কের নথি

আগামি ১০ তারিখ থেকে ফ্রম ফিলাপ শুরু হবে তার আগে এই নথিগুলি আগ্রহী ব্যক্তিকে প্রেরণ করতে হবে। কারো আর্থিক সমস্যা থাকলে অর্ডার বেরোনোর পর ওপরের লিস্ট অনুযায়ী শুধু ডাউন পেমেন্টের টাকা আপনাকে ক্যাশ দিতে হবে, অবশিষ্ট পরিমাণ অর্থ লোণ করিয়ে দেওয়া হবে। সাবসিটি ঢোকার পর লোণ শোধ করতে হবে। 

পশ্চিম বঙ্গের যেকোনো ব্লক থেকে যোগাযোগ করতে পারেন ৮০১৬৫০৩০৭৭ এই নম্বরে।

তথ্যসূত্র - অমরজ্যোতি রায়

Image Source - Google 

Related Link - কৃষকদের ফসলের বীমা (crop insurance) করার জন্য দিতে হবে না আর কোন অর্থ – সরকার করবে পূর্ণ সহায়তা

(PM SVANidhi Scheme) প্রধানমন্ত্রী এসভিএ নিধি প্রকল্পের আওতায় ৪৮,০০০ স্ট্রিট ভেন্ডরদের লোণ অনুমোদন; লোণ পেতে আবেদন করুন এই পদ্ধতিতে

(White sandalwood) শ্বেত চন্দন চাষ করে কৃষক উপার্জন করতে পারেন ৬০ লাখ থেকে ১ কোটি পর্যন্ত

English Summary: Get Solar Pump at 75% Subsidy - Applicable in West Bengal too, apply today
Published on: 30 July 2020, 04:53 IST