পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 13 December, 2022 3:33 PM IST
এই কাজটি না হলে আসবে না আবাস প্লাসের টাকা! রাজ্যকে কড়া নির্দেশ কেন্দ্রের

আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আধার কার্ডের সঙ্গে সংযোজন নিয়ে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে শুধুমাত্র তারাই আবাস যোজনার টাকা পাবে। সোমবার রাজ্যকে চিঠি লিখে এমনটাই জানিয়েছে কেন্দ্র। আবাস প্লাসের টাকা পেতে গেলে  ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এখন বাধ্যতামূলক।

শুধু নতুন উপভোক্তাদের জন্য নয় এই নির্দেশ তাঁদের জন্যও যারা ইতিমধ্যে আবাস যোজনার অধীনে টাকা পেয়ে গেছেন। আবাস যোজনার অধীনে সমস্ত গ্রাহকদের আধার লিঙ্ক রয়েছে কি না সেই বিষয়ে রাজ্যকে যাচাই করতে হবে। পাশাপাশি নতুন যারা এই এই যোজনার সুবিধা নিচ্ছে তাঁদের আধার কার্ড যুক্ত অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টেই প্রকল্পের টাকা পাঠানো হবে।

এই প্রকল্প সংক্রান্ত ১৫ দফা গাইড লাইন প্রকাশ করা হয়েছে নবান্নর তরফে। এই নির্দেশিকায় বলা হয়েছে ভালো করে যাচাই যিনি এই প্রকল্পে আবেদন করেছেন তাঁর পরিবারের কারোর পাকা বাড়ি রয়েছে কি না। ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গীতাঞ্জলী বা এই ধরনের কোনও প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না। পাশাপাশি যিনি এই প্রকল্পের জন্য আবেদন করছেন তাঁর কতটা দরকার এই বাড়ির সেই বিষয়েও সঠিক যাচাই করতে হবে। ১০০ দিনের কাজের জব কার্ড আছে কি না সেই বিষয়ে সুনিশ্চিত তথ্য সরকারকে জানাতে হবে।

আরও পড়ুনঃ  আবাস যোজনার বাড়ি পাবে কারা? ১৫ দফার নির্দেশিকা প্রকাশ নবান্নের

প্রসঙ্গত, আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে এখন রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ। অনেকের অভিযোগ যাদের বাড়ি গাড়ি রয়েছে তাঁদের নাম লিস্টে রয়েছে অথচ যারা দরিদ্র তাঁদের নাম নেই। এই তরজা নিয়ে এখন বঙ্গের বিভিন্ন পঞ্চায়েত এবং ব্লকে চলছে বিক্ষোভের আগুন।

আরও পড়ুনঃ  PM Awas Yojana: বেঁধে দেওয়া সময়ের মধ্যে আবাস যোজনার কাজ শেষ করতে হবে, রাজ্যকে কড়া হুশিয়ারি কেন্দ্রের

English Summary: If this work does not come housing plus money! The Center gives strict instructions to the state
Published on: 13 December 2022, 03:33 IST