PM Awas Yojana: বেঁধে দেওয়া সময়ের মধ্যে আবাস যোজনার কাজ শেষ করতে হবে, রাজ্যকে কড়া হুশিয়ারি কেন্দ্রের

প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে জেলায় জেলায় উঠে আসছে দুর্নীতির খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি প্রাপকদের তালিকা সম্পূর্ণ ত্রুটি মুক্ত ভাবে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ১৫ দফা শর্ত আরোপ করা হয়েছে। এই সব কিছুর মধ্যেই কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যকে জানিয়ে দিয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের চূড়ান্ত তালিকা শেষ করতে হবে।

Sukanta Santra
Sukanta Santra
PM Awas Yojana

কৃষিজাগরন ডেস্কঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে জেলায় জেলায় উঠে আসছে দুর্নীতির খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি প্রাপকদের তালিকা সম্পূর্ণ ত্রুটি মুক্ত ভাবে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ১৫ দফা শর্ত আরোপ করা হয়েছে। এই সব কিছুর মধ্যেই কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যকে জানিয়ে দিয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের চূড়ান্ত তালিকা শেষ করতে হবে। এই চিঠি হাতে পাওয়া মাত্রই তড়িঘড়ি জেলাশাসকদের জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

সুত্রের খবর, আবাস যোজনার তালিকায় যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে তাদের হাতে প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে পঞ্চায়েত কর্মী, আশা কর্মী থেকে শুরু করে বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিকরা। যে কারনে রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি প্রাপকদের তালিকা সম্পূর্ণ ত্রুটি মুক্ত ভাবে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ দফা শর্ত আরোপ করা হয়েছে। ইতিমধ্যেই মুখ্যসচিব জানিয়েছেন, শুরু হয়ে গিয়েছে উপভোক্তাদের বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের সমীক্ষার। খুব তাড়াতাড়ি প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কোটা সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও জানান কেন্দ্রের দেওয়া চিঠি অনুযায়ী এত কম সময়ে ১০০ শতাংশ কাজ সম্পন্ন হওয়া সম্ভব নয়। তাই আপনারা সকলে উদ্যোগী হন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করে ফেলা যায়।

আরও পড়ুনঃ PM Awas Yojana: আবাস যোজনার আপনিও কি বাড়ি পাবেন? উপভোক্তাদের নাম কিভাবে বাছাই হবে জানুন

সম্প্রতি ১১ লাখ বাড়ি তৈরির জন্য কেন্দ্রের তরফে এই কিস্তিতে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রের মতে রাজ্যগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পগুলি খুব দ্রুত রূপায়ণ করুক। আর তারই জন্য ৩১ ডিসেম্বর অব্দি তারিখ ধার্য করেছে কেন্দ্র। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত রাজ্য তাদের উপভোক্তাদের তালিকার কাজ সম্পন্ন করতে পারবে না, এবং যতটুকু অংশ বাকি থাকবে তা অন্য রাজ্যকে প্রদান করা হবে। এই প্রকল্পের জন্য ৪৯ লাখ ২২ হাজার নাম নথিভুক্ত রয়েছে। তবে সমস্ত নিয়ম মেনে যোগ্য ব্যক্তিদেরই এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে।

২০১৫ সালে মোদী সরকারের হাত ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমটি চালু হয়। দেশের প্রত্যেক মানুষের মাথার উপর ছাদ গড়ে তোলাই এই যোজনার মূল লক্ষ্য ছিল। যে সমস্ত ব্যাক্তিদের পাকা বাড়ি করার সামর্থ্য নেই, তাদের সরকারী সাহায্যে পাকাবাড়ি বানিয়ে দেবার ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণ-এর আওতায় ২.৯৫ কোটি পাকা বাড়ি বানিয়ে দেওয়ার লক্ষ্য ছিল কেন্দ্রের। এই মুহূর্তে প্রায় ২ কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে। এবং বাকি বাড়ি যাতে তৈরি হয়, তার জন্য ২০২৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু রাখার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

Published On: 12 December 2022, 02:32 PM English Summary: The list of Pradhan Mantri Awas Yojana beneficiaries must be finalized by December 31

Like this article?

Hey! I am Sukanta Santra . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters