এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 17 December, 2021 4:53 PM IST

সকলেই তাঁদের রোজগার করা অর্থের কিছু অংশ সঞ্চিত করে রাখতে পছন্দ করেন ভবিষ্যতের জন্য। এই টাকা সঞ্চয় করার জন্য বিভিন্ন বিমা, প্রকল্প ইত্যাদির সাহায্য নিয়ে থাকে সকলেই। তবে বিভিন্ন বিমা অথবা প্রকল্পের ক্ষেত্রে পোস্টাল এর আমানত প্রকল্পের জুড়ি মেলা ভার। এতে রয়েছে সরকারি নিশ্চয়তা সঙ্গে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট হারে টাকা পাওয়া যায়। তাই দেশের অগুনতি মানুষ এই প্রকল্পের ওপর ভরসা রাখে। আসুন জেনে নেওয়া যাক পোস্ট অফিসের এই ৩ প্রকল্প সম্বন্ধে।

আরও পড়ুনঃ কৃষকদের ফুল চাষ এড়িয়ে চলা উচিৎ,জেনে নিন কেন

প্রথমটি হল সুরক্ষা – হোল লাইফ অ্যাসুরেন্স। এটি লাইফ টাইম অ্যাসুরেন্স। এই বিমা থেকে গ্রাহক যখন ৮০ বছরের হবেন তখন হোল লাইফ অ্যাসুরেন্স ও বোনাস পাওয়ার সুযোগ পাবেন। এই প্রকল্প শুরু করার জন্য নূন্যতম বয়স হতে হবে ১৯ বছর হতে হবে এবং  ৫৫ বছরের আগে এই বিমা করার সুযোগ পাবেন। এই বীমাতে গ্রাহকরা  নূন্যতম সাম অ্যাসুয়ার্ড ২০,০০০ টাকা ও ঊর্ধ্বতম ৫০ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবে।

দ্বিতীয়টি হল বাল জীবন বীমা – চিলড্রেন পলিসি। যে সব গ্রাহকদের দুটির বেশি সন্তান রয়েছে তারা এই বীমার সুযোগ থেকে বঞ্চিত হবেন। পলিসি হোল্ডার অর্থাৎ শিশুর মা এবং বাবার বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। পাশাপাশি শিশুর মা যদি মারা যান সেক্ষেত্রে প্রিমিয়াম দিতে হবে না।

আরও পড়ুনঃ উজ্জ্বল ত্বক বা চুল! শীতকালে নারকেল জলের উপকারিতা কতটা? রইল টিপস

তৃতীয়টি হল মানি ব্যাক। এটি হল anticipated endowment assurance ধরনের একটি বীমা।  নির্দিষ্ট সময়ের মধ্যে একটি টাকার অঙ্ক পেতে এই বীমার সুযোগ নেওয়া হয়। এই বীমার সময় সীমা থাকে ১৫ থেকে ২০ বছর। এই প্রকল্পকে জাতীয় প্রকল্প বলা হয়।

English Summary: Know about this postal small saving schemes
Published on: 17 December 2021, 04:53 IST