এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 5 April, 2023 4:35 PM IST
আবাস যোজনা নিয়ে কড়া নির্দেশ নবান্নের! এই কাজটি করেছেন তো?

আধার সংযুক্তিকরণ। বর্তমানে এই শব্দটির সঙ্গে সাধারণ জনজীবন ওতপ্রোতভাবে জড়িত। যে কোনও কাজ, প্রকল্প, চাকরি, পড়াশোনা থেকে ঘরের রান্নাঘরে গ্যাসের লাইন পর্যন্ত আধার লিঙ্ক করা অত্যন্ত প্রয়োজনীয়। সম্প্রতি এই আধার লিঙ্ক নিয়ে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। কিছু প্রকল্পে আধার লিঙ্ক (Aadhaar Link) বাধ্যতামূলক করা হয়েছে নবান্নের তরফে।

রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফে সাধারণ মানুষের সাহায্যের জন্য বিভিন্ন প্রকল্প আনা হয়েছে। কিন্তু এই প্রকল্প গুলিতে প্রায়ই শোনা যায় বিভিন্ন কারচুপির ঘটনা। সেগুলি বন্ধ করার জন্য এবার কড়া সিদ্ধান্ত নিল নবান্ন।

নবান্নের তরফে জানানো হয়েছে শীঘ্রই বিভিন্ন প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক  (Aadhaar Link)  করতে হবে নইলে সেগুলি গ্রাহ্য হবে না। বর্তমানে রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার। আর তার মধ্যেই বিভিন্ন জেলায় দেওয়া হয়েছে বার্তা। বার্ধক্যভাতা, ১০০ দিনের কাজ, জাতীয় গ্রামীণ জীবনজীবিকা মিশন, আবাস যোজনা ইত্যাদি প্রকল্প গুলিতে সারতে হবে আধার লিঙ্কের কাজ।

আরও পড়ুনঃ  বাংলা শস্য বিমাঃ মিটবে চিন্তা, বরাদ্দ হল ৩৪৫ কোটি টাকা

কেন্দ্র থেকে বঙ্গের যে সমস্ত প্রকল্পগুলিতে সাহায্য পাওয়া যায় সেই সব প্রকল্পগুলিতে আধার লিঙ্ক করতে হবে। আধার লিঙ্ক এর কাজ ১০০ শতাংশ না হলে কেন্দ্রের তরফ থেকে রাজ্যে কোনও টাকা পাঠানো হবে না। বঙ্গের প্রায় ৯৫ শতাংশ আধার লিঙ্কের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে পুরোটা না হলে কেন্দ্রের থেকে টাকা আটকে দেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ  আজ ১০০০ কোটির প্রকল্প উপহার দেবেন মমতা

প্রসঙ্গত, কিছুদিন আগেই কেন্দ্রের তরফে প্যান এবং আধার কার্ড লিঙ্কের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের সমস্ত প্রকল্পে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। সেই হিসেবেই গোটা দেশে যাতে বিভিন্ন প্রকল্পে গ্রাহকদের আধার লিঙ্ক করানোর প্রচেষ্টা করা হচ্ছে।  

English Summary: Nabanna's strict instructions on the Awas yojona! Did you do this?
Published on: 05 April 2023, 04:35 IST