বাংলা শস্য বিমাঃ মিটবে চিন্তা, বরাদ্দ হল ৩৪৫ কোটি টাকা

আবহাওয়ার খামখেয়ালিপনায় অতিষ্ঠ বঙ্গের কৃষকমহল। যখন বৃষ্টির প্রয়োজন ছিল সেই সময় বৃষ্টির দেখা মেলেনি আর বর্তমানে বৃষ্টির প্রয়োজন নেই তবুও একপ্রকার থামার নামই নিচ্ছেনা বৃষ্টি।

Rupali Das
Rupali Das
বাংলা শস্য বিমাঃ মিটবে চিন্তা, বরাদ্দ হল ৩৪৫ কোটি টাকা

আবহাওয়ার খামখেয়ালিপনায় অতিষ্ঠ বঙ্গের কৃষকমহল। যখন বৃষ্টির প্রয়োজন ছিল সেই সময় বৃষ্টির দেখা মেলেনি আর বর্তমানে বৃষ্টির প্রয়োজন নেই তবুও একপ্রকার থামার নামই নিচ্ছেনা বৃষ্টি। তাই অনাবৃষ্টি আর অকাল বর্ষণ এই দুইয়ের জাঁতাকলে চরম সমস্যার মুখে বঙ্গের কৃষকরা।

কৃষকদের কিছুটা সমস্যা সুরাহা করতে এবার এগিয়ে এল রাজ্য সরকার। রাজ্যের চাষিদের সুখবর দিল মমতা সরকার। রাজ্যের ৬ লক্ষ কৃষকদের জন্য মোট ৭০০ কোটি টাকা বরাদ্দ করল মমতা সরকার। বাংলা শস্য বিমার অধীনে এবার খরিফ এবং রবি মরশুমে ক্ষতির কবলে পড়া কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। খরিফ মরশুমে বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি জেলাগুলি ব্যাপক খতির মুখে পড়েছিল। তাঁদের সাহায্য করতে ইতিমধ্যেই প্রায় ৬ লক্ষ কৃষকদের ৩৪৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

গতবছর রবি মরশুমে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কৃষকরা। সেই সময় ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের বরাদ্দ করা টাকার পরিমাণ ছিল ৪২৫ কোটি টাকা। চলতি বছর কৃষকদের সংখ্যা এবং টাকার পরিমাণ দুই বাড়ানো হয়েছে। এই বছর মোট ১৫ লক্ষ কৃষকদের দেওয়া হবে ৭৭০ কোটি টাকা।

আরও পড়ুনঃ  সহায়ক মুল্যে আলু কেনা হবে? মিটবে কৃষকদের দাবি? কি বলছে কৃষি দফতর

এই প্রকল্পের অন্যতম বিষয় হল এই প্রকল্পে নিবন্ধন করার পর কোনও অতিরিক্ত টাকা লাগে না। এই প্রকল্প সংক্রান্ত সমস্ত প্রিমিয়ামের টাকা দেয় রাজ্য সরকার। ২০১৯ সালে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ  ঝুঁকি থাকলেও লাভবান হচ্ছেন ময়নাগুড়ির পান চাষীরা

উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। জেলা সফরে গিয়ে বিভিন্ন প্রকল্প এবং পরিষেবার উদ্বোধন করেছেন তিনি। পাশাপাশি চলছে দুয়ারে সরকার। মোট ৩৩ টি প্রকল্পের সুবিধা পাবেন এই দুয়ারে সরকার এর ক্যাম্পে।

Published On: 04 April 2023, 02:14 PM English Summary: Bangla Crop Insurance: To meet the concern, the allocation is 345 crore taka

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters