করোনা পরিস্থিতিতে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই। সময়ে সময়ে কেন্দ্র ও রাজ্য থেকে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের আর্থিক সাহায্যার্থে প্রচলন করা হয়েছে বিভিন্ন প্রকল্পের। দেশে আর্থিক ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণির সুবিধার্থে মোদী সরকারের (Modi Government) অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) এমনই এক উল্লেখযোগ্য পদক্ষেপ৷ বেশ কয়েক বছর ধরে জনগণের সুবিধার্থে কাজ করছে এই যোজনা৷ এর মাধ্যমে প্রতি মাসে কিছু টাকা জমা করা হয়, যা অবসরের পর পেনশন হিসেবে পাওয়া যায়৷ এই পেনশন এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়৷
এতে ১৮-৪০ বছর বয়স পর্যন্ত যে কোনও ভারতীয় নাগরিক (Indian Citizen) আবেদন জানাতে পারবেন৷ কোনও ব্যাঙ্কে গিয়ে এই যোজনার জন্য আবেদন জানানো যেতে পারে৷ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।
এতে কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে সম্প্রতি, চলুন সেগুলি জেনে নেওয়া যাক-
এই পেনশনে (Pension Scheme) আপগ্রেড বা ডাউনগ্রেডের সুবিধা বারবার দেওয়া হবে না৷ অর্থাৎ, বছরে একবার মাত্র আপনার টাকা আপগ্রেড বা ডাউনগ্রেড করার সুযোগ পাবেন৷ এই যোজনায় যারা সাবস্ক্রাইব করেছেন তারা PRAN কার্ডের কপি eNPS পোর্টাল থেকে পেতে পারেন৷ অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) ট্রান্সাকশন ওয়েবসাইটে সাবস্ক্রাইব সম্পর্ক তথ্য পাওয়া যাবে৷ এছাড়া, https://npscra.nsdl.co.in/ এই সাইটে গিয়ে অটল পেনশন যোজনা সাবস্ক্রাইবার APY সেকশনের ভিত্তিতে ePRAN ডাউনলোড করতে পারবেন৷ অ্যাকাউন্ট হোল্ডার-এর মৃত্যু হলে তার স্বামী বা স্ত্রী সেই অ্যাকাউন্টকে সক্রিয় রাখতে পারেন৷
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ মে এই যোজনার সূচনা হয়েছিল৷ এতে ৬০ বছর বয়সের পর ১ হাজার থেকে ৫ হাজার টাকা পেনশনের ব্যবস্থা রয়েছে৷ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এটি পরিচালিত হয়৷ এই যোজনায় প্রায় ৩ কোটি পুরুষ-মহিলা এর সঙ্গে যুক্ত হয়েছেন৷ গত বছর যুক্ত হয়েছিলেন ৭০ লক্ষ মানুষ৷ এর বিশেষত্ব হল ১৮-৪০ বছর বয়স পর্যন্ত এই যোজনায় যুক্ত হওয়ার সুযোগ থাকে৷ যারা ইনকাম ট্যাক্স-এর আওতার বাইরে তাদের এই যোজনায় লাভ হয়৷
এই যোজনার (Atal Pension Yojana) সুবিধা পেতে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং অ্যাক্টিভ মোবাইল নম্বর থাকতে হবে৷ মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক, এই তিনটি ভাগের সুবিধা রয়েছে৷ নির্দিষ্ট সময়ে প্রকল্পের টাকা জমা দিতে হবে৷
অনলাইনেও আবেদনের সুযোগ রয়েছে৷ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কারও কাছে এসবিআই-এর নেট ব্যাঙ্কিং-এর সুবিধা থাকলে তাকে প্রথমে এসবিআই-এ লগ ইন করতে হবে, এরপর ই-সার্ভিস লিঙ্কে ক্লিক করতে হবে৷ এরপর এপিওয়াই-এর অপশন দেখতে পেলে সেখানে ক্লিক করতে হবে৷ এরপর প্রয়োজনীয় তথ্য সেখানে আপনাকে দিতে হবে৷ এরপর বয়স অনুযায়ী আপনার মান্থলি কন্ট্রিবিউশন স্থির করা হবে৷ বিবাহিত হলে, সাবস্ক্রাইবারের নমিনি হবেন তাঁর স্ত্রী বা স্বামী৷ অবিবাহিত হলে নমিনির পরিচয় উল্লেখ করে দিতে হবে৷
বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন এই লিঙ্কে -
https://npscra.nsdl.co.in/nsdl/forms/APY_Subscriber_Registration_Form.pdf
আরও পড়ুন - Jeevan Shanti Yojana: একবার এই স্কিমে বিনিয়োগ করুন আর আজীবন পেনশনের সুবিধা উপভোগ করুন