এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 15 December, 2022 1:49 PM IST
PM Awas Yojana (krishijagran)

প্রতিটি দেশের গরিব দুঃখী দের কথা ভেবে সর্বোপরি বলা চলে দারিদ্যের কথা ভেবে প্রত্যেক পরিবারের জন্য একটি করে পাকা বাড়ি তৈরি করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের শুরু হয়। এই প্রকল্পে সাধারণ মানুষকে বাড়ি তৈরি করার জন্য অর্থ প্রদান করা হয়। ভারত সরকার ৯ টি রাজ্যের ৩০৫ টি শহর চিহ্নিত করেছেন। যেখানে যেখানে পাকা বাড়ি প্রদান করা হবে। ২০১৫ সালে মোদী সরকারের হাত ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমটি চালু হয়। দেশের প্রত্যেক মানুষের মাথার উপর ছাদ গড়ে তোলাই এই যোজনার মূল লক্ষ্য ছিল।

প্রথম ধাপে বাড়ি তৈরির ২০১৫ সালে এপ্রিল মাসে শুরু হয়েছিল যা ২০১৭ সালে শেষ হয়েছিল। যার অধীনে প্রায় ১০০ টি শহরে বাড়ি তৈরি করা হয়েছিল। দ্বিতীয় ধাপে বাড়ি তৈরির জন্য ২০১৭ সালের এপ্রিল মাসে শুরু হয়েছে, যা ২০১৯ সালের মার্চ মাসে শেষ হয়েছে। এই ধাপে প্রায় ২০০ টি শহরে বাড়ি তৈরি হয়েছিল। এবং তৃতীয় ধাপে, বাড়ি তৈরির জন্য ২০১৯ সালের এপ্রিল মাসে শুরু হয়েছে, যা ২০২২ সালের মার্চ মাসে শেষ হয়েছে। এই ধাপে বাকি অর্থাৎ অবশিষ্ট লক্ষ্য পুরন হবে।

আরও পড়ুনঃ এই কাজটি না হলে আসবে না আবাস প্লাসের টাকা! রাজ্যকে কড়া নির্দেশ কেন্দ্রের

এই প্রকল্পের সুবিধা কারা পাবেঃ

পরিবারের কোনো ব্যাক্তি যদি অতিতে ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গীতাঞ্জলি আবাসন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে এই নয়া প্রকল্পে তাঁরা সুযোগ পাবেন না।

আপনার পাকা বাড়ি থাকলে, সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পাওয়া যায় না।

৫০ হাজার টাকা ঋণ নেওয়া ক্ষমতা সম্পন্ন কিষান ক্রেডিট কার্ড থাকলেও আবেদন করা যাবে না।

আড়াই একর বা তার বেশি কৃষিজমি, কৃষি সরঞ্জাম বা অন্য কোনও ধরনের গাড়ি বা ব্যবসার জন্য ব্যবহৃত অকৃত্রিম জমি বা জায়গা থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে নাম বাদ পড়বে।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তার নাম চিহ্নিত করার সময় দেখে নিতে হবে তাঁর পরিবারের মাসিক আয়। পরিবারের কেউ সরকারি চাকরি করেন কিনা। আয়কর বা বৃত্তিকর প্রদান করে কিনা।

আরও পড়ুনঃ PM Awas Yojana: বেঁধে দেওয়া সময়ের মধ্যে আবাস যোজনার কাজ শেষ করতে হবে, রাজ্যকে কড়া হুশিয়ারি কেন্দ্রের

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নাম আছে কিনা দেখবেন কীভাবেঃ

যারা এই যোজনায় আবেদন করেছেন। তাঁরা অবশ্যই সরকার কর্তৃক জারি করা তালিকায় নিজের নাম দেখতে পারেন। সেজন্য আপানাকে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে। এবং সেখান থেকে মেনু আইকনে গিয়ে ক্লিক করুন। তারপর অনুসন্ধান সুবিধাভোগী অপশনে ক্লিক করুন। Search Beneficiary অপশনে ক্লিক করার পর আবেদনকারীর নাম দিয়ে সার্চ করার জন্য ক্লিক করুন। পুনরায় একটি নতুন পেজ খুলে যাবে। তারপর আপনি আধার কার্ডের নম্বর লিখে শো অপশনে ক্লিক করুন। দেখবেন সুবিধাভোগীদের একটি তালিকা খুলে যাবে। সেখানে আপনাকে খুজে দেখতে হবে আপনার নামটি আছে কিনা।

English Summary: PM Awas Yojana Check Name in Pradhan Mantri Awas Yojana List
Published on: 15 December 2022, 01:49 IST