এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 20 January, 2022 12:50 PM IST
Image credit- Google

বাজেট 2022 : সরকারী সূত্রের মতে, মোদি সরকার আগামী বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কৃষকদের অর্থপ্রদান বার্ষিক 6000 টাকা থেকে প্রতি বছর 8000 টাকায় বাড়ানোর সম্ভাবনা রয়েছে৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট 2022 ঘোষণা করতে চলেছেন। কৃষকদের  জন্য বাজেট বরাদ্দ করা হবে 3টি কৃষি আইন বাতিল এবং 5টি রাজ্যে আসন্ন নির্বাচনের পটভূমিতে — পাঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া। সূত্রের খবর কৃষকদের সুবিধার্থে বেশ কয়েকটি নীতিমূলক ব্যবস্থা 2022 সালের বাজেটে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

সমস্ত ফসলের জন্য  (এমএসপি) উপর একটি প্যানেল স্থাপনের ঘোষণাও করতে পারেন । উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন বাতিল করার সময় এমএসপি নিয়ে একটি কমিটি গঠনের ঘোষণা করেছিলেন।

ফার্ম ক্রেডিট টার্গেট বাড়ানো

সুত্রের খবর কেন্দ্রীয়  সরকার বাজেটে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে প্রায় 18 লক্ষ কোটি টাকা করতে পারে। চলতি আর্থিক বছরের জন্য, কেন্দ্র ঋণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 16.5 লক্ষ কোটি।

কেন্দ্র বার্ষিক কৃষি ঋণের সিদ্ধান্ত নেয় যাতে ব্যাঙ্কিং সেক্টরের জন্য শস্য ঋণের লক্ষ্য অন্তর্ভুক্ত থাকে। বছরের পর বছর ধরে কৃষি ঋণের প্রবাহ ক্রমাগত বেড়েছে, প্রতি অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 

 কৃষকরা যাতে প্রতি বছর 7% কার্যকর হারে 3 লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী ঋণ পান তা নিশ্চিত করতে সরকার 2% সুদের ভর্তুকি দিচ্ছে। নির্ধারিত তারিখের মধ্যে দ্রুত ঋণ পরিশোধের জন্য কৃষকদের 3% অতিরিক্ত প্রণোদনা দেওয়া হয়, কার্যকর সুদের হার 4% করে। সরকার ঋণের সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সুদের ভর্তুকি এবং অতিরিক্ত প্রণোদনাও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  PM KISHAN BIG UPDATE : প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার নিয়মে একটি বড় পরিবর্তন, এই নথি ছাড়া সুবিধা পাওয়া যাবে না, অবিলম্বে আপডেট করুন

আরও পড়ুনঃ  PM Kisan Samman Nidhi : প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় স্বামী-স্ত্রী দুজনেই কি ৬ হাজার টাকা পাবেন ?জেনে নিন নিয়ম

English Summary: PM Kisan Latest Update: Farmers to Get Rs. 8000 Instead of Rs. 6000 From This Year
Published on: 20 January 2022, 12:40 IST