এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 14 July, 2021 6:15 AM IST
PMFBY (Image Credit - Google)

প্রতি বছর ঝড়, বৃষ্টিতে কৃষকদের ফসলের ক্ষতি হয়ে থাকে | প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতি হয়ে যাওয়া ফসলের বীমা করতে পারবেন কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে | এই বীমার জন্য প্রিমিয়াম খুবই কম বরাদ্দ করা হয়েছে | এই স্কিমটি ১৩ ই জানুয়ারী ২০১৬ এ চালু হয়েছিল। ফসল বপনের ১০ দিনের মধ্যে আপনাকে বীমা পলিসি নিতে হবে। পিএমএফবিওয়াই(PMFBY) ফসল কাটার ১৪ দিনের মধ্যে হওয়া লোকসান থেকে সুরক্ষা প্রদান করে।

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উদ্দেশ্য (Purpose of PMFBY):

১) কৃষিক্ষেত্রে লোনের সুবিধা প্রদান করা |

২) কৃষকদের আধুনিক মেশিন ও কৃষিকাজে সহায়তা করার পদ্ধতি |

৩) প্রাকৃতিক দুর্যোগ, রোগ পোকার হাত থেকে ফসলের রক্ষা করার জন্য বীমা ও আর্থিক সহযোগিতা প্রদান করা |

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার প্রিমিয়ামের হার (Premiums):

এই যোজনার অন্তর্গত প্রিমিয়ামের হার কম রাখা হয়েছে | খরিফ ফসলের জন্য প্রিমিয়ামের হার ২.০%, রবি ফসলের জন্য প্রিমিয়ামের হার ১.৫% এবং বার্ষিক বাণিজ্যিক ও বাগানজাতীয় ফসলের জন্য ৫% বরাদ্দ করা হয়েছে |

পিএমএফবিওয়াইয়ের জন্য প্রয়োজনীয় নথি (Required documents):

PMFBY -এর জন্য কৃষককে কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি দাখিল করতে হবে। যেমন -

১) কৃষকের ফটো |

২) কৃষকের আইডি কার্ড যেমন, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি |

৩) ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা আধার কার্ডের মতো ঠিকানার প্রমাণ পত্র।

৪) কৃষি জমি  নিজের হলে জমির খসড়া নম্বর বা প্রমনপত্র |

৫) যদি জমি ভাড়া নেওয়া থাকে তবে জমির মালিকের সাথে করা এগ্রিমেন্ট লাগবে |

৬) জমিতে ফসল বপন করা হলে তার প্রমাণপত্র |

৭) ব্যাংকের ক্যানসেল চেক |

পিএমএফবিওয়াই: আবেদনের জন্য সরাসরি লিঙ্ক –

পিএমএফবিওয়াইয়ের জন্য কীভাবে আবেদন করবেন (How to apply for PMFBY)-

পিএমএফবিওয়াইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান - https://pmfby.gov.in/

  • হোমপেজের ফার্মার্স কর্নার-এ ক্লিক করুন

  • এখন আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন করুন এবং আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে Guest Farmer হিসাবে লগইন করুন

  • নাম, ঠিকানা, বয়স, রাজ্যের মতো প্রয়োজনীয় সমস্ত বিবরণ লিখুন।

Pradhan Mantri Fasal Bima Yojana

অফলাইনে আবেদন (Offline application):

আপনার কাছাকাছি ব্যাংকে গিয়ে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ফর্ম নিয়ে সেটি পূরণ করে জমা দিন | তবে, মনে রাখতে হবে ওই ব্যাংকে আপনার একাউন্ট থাকা জরুরি |ফসলের ক্ষতি হলে অবিলম্বে আপনার ব্যাঙ্ককে অবহিত করুন।

আরও পড়ুন KishanMitr: কৃষক সমস্যার প্রযুক্তিগত সমাধান দিচ্ছে কিষানমিত্র

প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনা সরবরাহকারী ব্যাংকগুলি হল –

SBI PMFBY

HDFC PMFBY

আরও পড়ুন -Student Credit Card 2021: উচ্চশিক্ষায় নেই বাধা! ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ পাবে ছাত্র-ছাত্রীরা

English Summary: PMFBY: Find out the details of the Pradhan Mantri Fasal Bima yojona Scheme
Published on: 13 July 2021, 06:30 IST