রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 21 March, 2022 3:38 PM IST
রেশন সামগ্রীতে আর হবে না কারচুপি! মাসে রেশনের কি কি বরাদ্দ জানতে পারবেন অনায়াসে

বর্তমানে প্রয়োজনীয় নথির মধ্যে অন্যতম হল রেশন কার্ড। রেশন কার্ডের সাহায্যে প্রয়োজনীয় রেশন সামগ্রী জনগন পেয়ে থাকে। রেশন কার্ডের ক্ষেত্রে একাধিক পরিবর্তন এনেছে রাজ্য খাদ্য দফতর। গত সপ্তাহেই রাজ্য সরকার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কের কথা জানিয়েছে। এবার রেশন কার্ড সংক্রান্ত গ্রাহকদের সমস্ত সমস্যার দিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। অনেক সময় গ্রাহকদের অভিযোগ থাকে রেশন ডিলাররা কারচুপি করেন। প্রাপ্য রেশন সামগ্রী তারা পাচ্ছেন না। এবার এই সমস্যার সমাধান করল খাদ্য দফতর।

এবার উপভোক্তাদের ফোনে আগে থেকেই এসএমএস চলে আসবে। সেই সপ্তাহে রেশন সামগ্রির মধ্যে গ্রাহক কি কি পাবেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য এসএমএস এর মাধ্যমে গ্রাহকদের ফোনে চলে আসবে। তাই গ্রাহকরা খুব সহজেই বুঝতেই পারবেন যে তারা সেই সপ্তাহে কি কি সামগ্রী পেতে চলেছেন। এর ফলে  রেশন ডিলাররা কোনও কারচুপি করছে কি না সেই সম্পর্কে অবগত থাকতে পারবে খাদ্য দফতর।

তবে এই সুবিধা পাওয়ার জন্য নিতে হবে বেশ কয়েকটি পদক্ষেপ। প্রথমেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে। আধার লিঙ্ক করার সময় আপনাকে মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে নিতে হবে। যেখানে রেশন সামগ্রী সমস্ত তথ্য চলে আসবে। যদি কোনও গ্রাহক আধার লিঙ্ক করার সময় মোবাইল নম্বর লিঙ্ক না করে থাকেন তাহলে প্রথমেই https://food.wb.gov.in ওয়েবসাইটে লগইন করুণ এবং সেখানে ‘Link Aadhaar Card with RC’-তে ক্লিক করতে হবে। এরপর সমস্ত পদ্ধতি আপনাকে অনুসরন করতে হবে।

আরও পড়ুনঃ  Cyclone Asani Update: শুরু সাইক্লোন অশনির তাণ্ডব! বৃষ্টি শুরু আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে

English Summary: Ration materials will no longer be rigged! You can easily know what is the allocation of ration per month
Published on: 21 March 2022, 03:38 IST