দেশের কৃষকদের বিশেষ পরিচয় পত্র দেওয়ার জন্য সরকার নিরন্তর কাজ করে চলছে । এখনো পর্যন্ত ১১.৫ কোটি কৃষকের মধ্যে প্রায় ৫.৫ কোটি কৃষকের নথি তৈরি করা হয়েছে । কৃষকদের ১২ সংখ্যার একটি পরিচয়পত্র দেওয়া হবে। লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।
তিনি জানিয়েছেন, এই পরিচয়পত্রের সাহায্যে কৃষকদের অনেক সমস্যার সমাধান হবে । এর মাধ্যমে কৃষকরা কোনো ঝামেলা ছাড়াই কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন। তাদের কোনো মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হবে না।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ফসাল বিমা যোজনার শেষ তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হল
এই বিশেষ পরিচয় পত্রে ইউ-নো ইউর ফার্মার্স (ই-কেওয়াইএফ)-এর মাধ্যমে কৃষকদের যাচাইয়ের ব্যবস্থা রয়েছে । এর সাথে, বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধা পেতে বিভিন্ন বিভাগ এবং অফিসে বারবার নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না । লোকসভায় এ বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হলে, নরেন্দ্র সিং তোমর বলেন, দেশের মোট ১১.৫ কোটি কৃষকের মধ্যে সাড়ে পাঁচ কোটি কৃষকের নথি তৈরি করা হয়েছে। এখনও নথি যাচাই এর কাজ চলছে। যে সব কৃষকদের প্রধানমন্ত্রী কল্যাণ নিধি যোজনার (PM-Kisan) মাধ্যমে প্রতি বছর তিনবার দু হাজার টাকা দেওয়া হয়, সেই সমস্ত কৃষকরা এই পরিচয় পত্রের সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ রেশন কার্ডে বিনামূল্যে চাল-গমের পাশাপাশি ডাল, তেল ও লবণও পাওয়া যাবে, জেনে নিন কিভাবে
দেশে কৃষকদের কল্যাণের পাশাপাশি কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার অনেকগুলি প্রকল্প চালাচ্ছে । এই প্রকল্পগুলির সুবিধা পেতে কৃষকদের অনেক সংগ্রাম করতে হয়। একবার পরিচয়পত্র তৈরি হয়ে গেলে, তাদের পক্ষে এই প্রকল্পগুলির সুবিধা নেওয়া সহজ হবে । এবং কৃষিকাজ সংক্রান্ত অনেক ধরনের তথ্যও এর মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে দেওয়া যেতে পারে।