এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 24 December, 2021 12:47 PM IST

শিক্ষা হল এমন এক প্রকার অস্ত্র যার সাহায্যে মাপ করা যায় দেশের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম প্রধান পন্থা। দেশের ভবিষ্যৎ আজকের যুব সমাজের হাতে। তাই তাঁদের শিক্ষার দিকটিতে বিশেষ ভাবে নজর দিচ্ছে সরকার। সম্প্রতি নিয়ে আসা হয়েছে ছাত্র ঋণ প্রকল্প। এই প্রকল্পের হাত ধরে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের স্বপ্নে মিলছে ডানা। সম্প্রতি এই প্রকল্পের রিপোর্ট নিয়ে মত প্রকাশ করল বিহার সরকার। পেশ করল তাঁদের রিপোর্ট।

আরও পড়ুনঃ  উৎকল কৃষি মেলা ২০২২

নীতীশ সরকার যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম শুরু করেছে তা উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সঞ্জীবনির মতো কাজ করছে। বিহারের উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ জানিয়েছেন, ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের 2041 কোটি টাকার শিক্ষা ঋণ দেওয়া হয়েছে। তিনি জানান 15 জুলাই 2018 থেকে 17 ডিসেম্বর 2021 পর্যন্ত 1,71,475টি আবেদন গৃহীত হয়েছে। এর মধ্যে 1 লাখ 36 হাজার 217 জন শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হয়েছে। 

আরও পড়ুনঃ  ফ্রি লেপটপ এবং স্মার্টফোন দেবে রাজ্য সরকার ,জেনে নিন বিস্তারিত

এই প্রকল্প প্রসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর বলেন, অনুমোদিত শিক্ষা ঋণের মধ্যে 2041 কোটি 36 লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রকল্পের আওতায় আপাতত 95,982 জন ছেলে এবং 40,235 জন মেয়ে রয়েছে। পাশাপাশি  উপ-মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এখনও পর্যন্ত অন্যান্য অনগ্রসর শ্রেণির 58,008টি, অত্যন্ত অনগ্রসর শ্রেণির 22,974টি, তপশিলি জাতিগুলির 13,204টি, তপশিলি উপজাতির 1808টি এবং সাধারণ শ্রেণির 40,223টি আবেদন গ্রহণ করা হয়েছে।

 

English Summary: Student credit card information in bihar
Published on: 24 December 2021, 12:45 IST