কৃষিজাগরণ ডেস্ক- মমতা সরকারের অনুপ্রেরনায়ে ফের একবার রাজ্যবাসী পেতে চলেছে দুয়ারে সরকার। নভেম্বর শুরুতেই হতে চলেছে তৃতীয় পর্যায়ে দুয়ারে সরকার।
তৃতীয়বার ক্ষমতায় আসার পর ত্ণমূল কংগ্রেস জনগণের উদ্দ্যেশ্যে একটি প্রকল্প ঘোষণা করেন যার নাম,'দুয়ারে সরকার’। এই প্রকল্পটি ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই দুয়ায়ে সরকার প্রকল্পটি নিয়ে রাজ্যে পঞ্চমবার ক্য়াম্প বসতে চলেছে।
আরও পড়ুন : ইলন মাস্ক আসার সাথে সাথে টুইটার লোকেদের জন্য সুখবর
নভেম্বর এই ক্যাম্পে মিলবে মমতা সরকারের আরও দুটি পরিষেবা। দুয়ারে সরকারে পাশাপাশি যে দুটি পরিষেবা পাবেন তা হল - এক জমির পাট্টার ও অন্যটি হল নতুন বিদ্যুত্ সংযোগ। এই জমির পাট্টার পরিষেবাটি দুয়ারে সরকার শিবির থেকে আবেদন করা যাবে এবং বিদ্যুত্ সংযোগ পরিষেবাটি নতুন বিদ্যুত্ জন্য আবেদন এবং বিদ্যুতের বকেয়া বিল পরিশোধও করার ব্যবস্থা। এরই পাশে পাওয়া যাবে পাড়ায় সমাধান-এর সুযোগও। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা। শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন নবান্ন দপ্তর । সামনেই আবার পঞ্চায়েত ভোট। তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, 'দুয়ারে সরকার' পরিষেবা মধ্যে দিতে চলেছে- খাদ্যসাথী, জাতিগত শংসাপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট কার্ড-সহ ২৫টি সরকারি পরিষেবা ।
আরও পড়ুন ঃ কফি মেলা: নারী কৃষকদের উৎসাহিত করতে দুদিনের কফি মেলার আয়োজন করবে 'ওমেন'স কফি অ্যালায়েন্স'
দ্বিতীয় পর্যায়ের দুয়ারের সরকার সফল পাওয়া কারণে এটি পুনরায় করা হছে যা শুরু হতে চলেছে ১৬ই নভেম্বর থেকে । দুয়ারে সরকার প্রকল্পের তৃতীয় পর্যায় গোটা রাজ্য জুড়ে ক্যাম্প বসানো হবে।
সূত্রের খবর - পশ্চিমবঙ্গ দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ে ৩.৭ কোটিরও বেশি মানুষ আবেদনপত্র জমা দিয়েছিলেন।