প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষদের ভর্তুকিতে এলপিজি সরবরাহ করা হয়। সম্প্রতি এই প্রকল্প সম্পর্কে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপনি যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী হন, তবে আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুসংবাদ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রকল্পের আওতায় সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি তে সিলিন্ডার পাবেন এর সুবিধাভোগীরা।
স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন (How to apply for the scheme)-
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আপনাকে গ্যাস কানেকশন পেতে হলে নিকটবর্তী গ্যাস অফিসে যোগাযোগ করতে হবে।
গ্রাহককে প্রদান করতে হবে অর্থ (Beneficiaries have to be paid money)–
এতদিন পর্যন্ত সুবিধাভোগীদের তাদের অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) এর মাধ্যমে আগেই ভর্তুকি বাবদ অর্থ স্থানান্তর করা হত, যাতে এই সুবিধা গ্রহণে কোনও অসুবিধা না হয়। কিন্তু এখন উজ্জ্বলা প্রকল্পে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন বিজ্ঞপ্তি অনুসারে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীদের এখন প্রথমে তৃতীয় এলপিজি সিলিন্ডারটি ক্রয়ের জন্য অর্থ প্রদান করতে হবে। এর পরে, সেই অর্থ তাদের অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। এর অর্থ হ'ল তৃতীয় এলপিজি সিলিন্ডারের জন্য সরকার অগ্রিম অর্থ প্রেরণ করবে না। পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্য মিলিয়ে ৩ লক্ষেরও বেশি মানুষ এই স্কিমটির আওতায় সুবিধাভোগী। এর মধ্যে প্রায় দেড় লাখ মানুষ সিলিন্ডার কিনেছেন।
পিএমএওয়াই প্রধানমন্ত্রীর আবাস যোজনা এবং অন্ত্যোদয় যোজনার সুবিধাভোগীদের মধ্যে সম্প্রসারণ করা হয়েছে এই প্রকল্পটি। বর্তমানে সমস্ত দরিদ্র পরিবার এতে অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্র সরকারের এই প্রকল্প সমগ্র দেশের সর্বত্র প্রযোজ্য। এই প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে হলে লগ ইন করুন প্রদত্ত ওয়েবসাইটে https://pmuy.gov.in/ ।
সিলিন্ডার কেনার পরে আসবে সরকার থেকে ভর্তুকি বাবদ অর্থ (Government will credit the subsidize money after buying the LPG)-
গ্রাহক যখন তৃতীয় এলপিজি সিলিন্ডার কিনবেন, তখন তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তেল সংস্থা এলপিজি সরবরাহকারীর নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করবে। তেল সংস্থা সংশ্লিষ্ট এলপিজি সরবরাহকারীদের কাছ থেকে তথ্য পেলে তারা তাদের ওয়েবসাইটে ডেটা আপডেট করবে, এর পরে সংশ্লিষ্ট অ্যাকাউন্টহোল্ডারের অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা হবে।
এ মাসে আপনিও এই প্রকল্পের আওতায় পেতে পারেন ফ্রি তে রান্নার গ্যাস। তাই দেরী না করে শীঘ্রই আবেদন করুন আর পেয়ে যান সরকারের তরফ থেকে বিনামূল্যে রান্নার সিলিন্ডার।
আপনার ব্যাঙ্ক অনুযায়ী নম্বর দেখে একটি মিস কল দিন এবং আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে বিশদে জানুন -
এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কে আপনার জন ধন অ্যাকাউন্টের অর্থ এসেছে কি না, তা মাত্র একটি মিস কল দিয়ে আপনি জানতে পারবেন।
Image source - Google
Related link - (Pashu kisan credit card, apply) গরু-মহিষ- ছাগল পালন করতে চান? অথচ আর্থিক সমস্যা? সহায়তা করবে সরকার পশু কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে, এই পদ্ধতিতে আবেদন করুন
(Karma Sathi Prakalpa) ‘কর্ম সাথী প্রকল্প’ – রাজ্যে ১ লাখ যুবক ও যুবতীর কর্মসংস্থান, আজই আবেদন করুন