রঙ মেশানো সবজি বিষয়ে সতর্ক থাকুন- দ্বিতীয় পর্ব শচীন যতন: সাফল্যের গল্প, কঠোর পরিশ্রম এবং সঠিক পছন্দ সাফল্যের দিকে পরিচালিত করে মাহিন্দ্রা নোভো 605 ডিআই! বিমল কুমার: কম সময়, বেশি কাজ, কঠোর পরিশ্রম এবং সঠিক প্রযুক্তি মাহিন্দ্রা 275 ডিআই টিইউ পিপি দিয়ে ভাগ্য পরিবর্তন করেছে
Updated on: 18 November, 2019 11:14 PM IST

অনন্তমূল একটি বহুবর্ষজীবী কাষ্ঠল লতানে গুল্মজাতীয় উদ্ভিদ। রোহিণী কাণ্ডের অবলম্বনে এর বৃদ্ধি ঘটে। কাণ্ডটি সুগন্ধযুক্ত, কাণ্ড ও পাতায় আঘাত করলে সাদা তরুক্ষীর নিঃসৃত হয়। পাতা লম্বাকার এবং মধ্যশিরার ওপর সরু ঈষৎ শুভ্রাভ দাগযুক্ত। গুচ্ছাকারে সবুজ বর্ণের ফুল ধরে এবং ফল সরু ও লম্বাটে হয়।

জলবায়ু ও মাটি – অনন্তমূল গ্রীষ্মপ্রধান অঞ্চলের উদ্ভিদ। ঝোপ- ঝাড় ও পতিত জমিতে এই উদ্ভিদ দেখা যায়। প্রায় সকল ধরণের মাটিতেই এটি জন্মায়। বিশেষ কোন মাটির প্রয়োজন হয় না।

System.NullReferenceException: Object reference not set to an instance of an object.
   at Umbraco.Web.PublishedContentExtensions.GetPropertyValue[T](IPublishedContent content, String alias)
   at ASP._Page_Views_Partials_grid_editors_media_cshtml.Execute() in f:\bengali.krishijagran.com\Views\Partials\Grid\Editors\Media.cshtml:line 42
   at System.Web.WebPages.WebPageBase.ExecutePageHierarchy()
   at System.Web.Mvc.WebViewPage.ExecutePageHierarchy()
   at System.Web.WebPages.WebPageBase.ExecutePageHierarchy(WebPageContext pageContext, TextWriter writer, WebPageRenderingBase startPage)
   at Umbraco.Core.Profiling.ProfilingView.Render(ViewContext viewContext, TextWriter writer)
   at System.Web.Mvc.Html.PartialExtensions.Partial(HtmlHelper htmlHelper, String partialViewName, Object model, ViewDataDictionary viewData)
   at ASP._Page_Views_Partials_grid_editors_base_cshtml.Execute() in f:\bengali.krishijagran.com\Views\Partials\Grid\Editors\Base.cshtml:line 20

চারা তৈরি – শিকড়ের কাটিং এবং বীজের চারা বর্ষার আগে তৈরি করা শুরু হয়। বীজ মাটিতে ফেলা হয়। ৪ ইঞ্চি সাইজ করে শিকড় কেটে হাপরে বসালে ৩ সপ্তাহের মধ্যে চারা তৈরি হয়ে যাবে।

চারা রোপণ – বর্ষার শুরুতে মূলত এর চারা রোপণ করা হয়। একটি থেকে অপর চারা ২-৩ ফুট দূরত্ব রেখে বসাতে হবে।

সার প্রয়োগ পদ্ধতি – এর চাষের জন্য জমি তৈরির সময় বিঘা প্রতি ১০ কুইন্ট্যাল গোবর সার বা ভার্মিকম্পোস্ট প্রয়োগ করা হবে।

ফলন – চারা রোপণের ৬ মাস পর থেকে বছরে একাধিকবার এর শিকড়, আঠা ও পাতা সংগ্রহ করা যায়।

System.NullReferenceException: Object reference not set to an instance of an object.
   at Umbraco.Web.PublishedContentExtensions.GetPropertyValue[T](IPublishedContent content, String alias)
   at ASP._Page_Views_Partials_grid_editors_media_cshtml.Execute() in f:\bengali.krishijagran.com\Views\Partials\Grid\Editors\Media.cshtml:line 42
   at System.Web.WebPages.WebPageBase.ExecutePageHierarchy()
   at System.Web.Mvc.WebViewPage.ExecutePageHierarchy()
   at System.Web.WebPages.WebPageBase.ExecutePageHierarchy(WebPageContext pageContext, TextWriter writer, WebPageRenderingBase startPage)
   at Umbraco.Core.Profiling.ProfilingView.Render(ViewContext viewContext, TextWriter writer)
   at System.Web.Mvc.Html.PartialExtensions.Partial(HtmlHelper htmlHelper, String partialViewName, Object model, ViewDataDictionary viewData)
   at ASP._Page_Views_Partials_grid_editors_base_cshtml.Execute() in f:\bengali.krishijagran.com\Views\Partials\Grid\Editors\Base.cshtml:line 20

ঔষধি ক্ষেত্রে ব্যবহার –

  • কিডনির সঠিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।
  • রক্ত থেকে ক্ষতিকারক টক্সিন অপসারণ করে।
  • রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ন্ত্রণেও এটি সহায়তা করে।
  • হজম শক্তির বৃদ্ধি ঘটায়।
  • ১.৫ গ্রাম শিকড় বেটে মধুর সঙ্গে ৩-৪ দিন সেবন করলে কাশি নিরাময় হয়।
  • এর শিকড় বাটা লবণ সহযোগে সেবন করলে হাঁপানি রোগ থেকে মিলবে মুক্তি।
  • এই উদ্ভিদের শিকড় একজিমা রোগ নিয়ন্ত্রণে খুবই কার্যকরী।

স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)

English Summary: Bemifit-of-Hemidesmus- indicus
Published on: 18 November 2019, 11:14 IST