এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 22 December, 2022 3:26 PM IST
China Coronavirus: করোনা থেকে বাঁচতে চিনাদের নতুন হাতিয়ার পাতিলেবু (সংগৃহীত ছবি)

ফের ফিরছে করোনা আতঙ্ক। চিনে ফের বৃদ্ধি পেয়েছে করোনা। সংক্রমনের সঙ্গে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। ভ্যাকসিনেশনের পরেও আটকানো যায়নি করোনা সংক্রমণ। এমন কঠিন পরিস্থিতিতে টোটকায় আত্মবিশ্বাসী হয়ে উঠছে চীন। এবার প্রাকৃতিক ভাবে করোনার বিরুদ্ধে লড়াই শুরু করেছে চিনারা।

করোনা থেকে বাঁচতে চিনারা হাতিয়ার হিসাবে হাতে তুলে নিয়েছে পাতিলেবুকে। বর্তমানে পাতিলেবুর ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে চীনে। যার ফলে লেবুর দাম কার্যত আকাশ ছোঁয়া। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী কৃষকদের বক্তব্য, সাংহাই ও বেজিংয়ের মতো একাধিক বড় বড় শহর থেকে পালতিলেবুর অর্ডার আসছে। মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফলের ওপর বেশি জোড় দিচ্ছে। বিশেষ করে ভিটামিনযুক্ত ফল খাওয়ার দিকে ঝুঁকছেন।

আরও পড়ুনঃ পুষ্টিতে ভরপুর ডুমুর! জেনে নিন এর ঔষধি গুণাগুণ

চিনা বাজারে পাতিলেবুর দাম কতটা বেড়েছে?

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, অনান্য সময় চিনে পাতিলেবুর দাম ২ থেকে ৩ ইউয়ান থাকে। তবে করোনা ফিরে আসতে ৬ ইউয়ানে পৌঁছেছে। এই 6 ইউয়ানের ভারতীয় মুদ্রায় দাম ৭১.২১ টাকা। তবে এই দাম আরও বাড়তে পারে বলেই অনুমান করছে চিনা ব্যবসায়ীরা।

শুধু পাতিলেবু না সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে অনান্য ভিটামিনযুক্ত ফলের দাম। Dingdong Maicai নামে এক চিনা ই- কমার্স ওয়েবসাইটে ফলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রি বেড়েছে ন্যাসপাতি ও পাতিলেবুর। এমনটাই দাবী চিনা স্থানীয় সংবাদমাধ্যমের।

English Summary: Demand for Lemons Surges as Chinese Seek Immunity Against Covid-19 outbreak
Published on: 22 December 2022, 03:26 IST