লজ্জাবতী হল প্রায় ৪০০ প্রজাতির গুল্ম ও লতার একটি গণের নাম, যা লিগিউম জাতীয় ফ্যাবায়েসি পরিবার বা শাখাগোত্রের Mimosoideae উপপরিবার বা উপগোত্রের ও Mimosaceae গোত্রের অন্তর্ভুক্ত। এই গণটির নাম এসেছে গ্রিক ভাষা থেকে। এই গাছের একটি বৈশিষ্ট্য হল এই গাছের পাতা ছুলেই এর পাতা বন্ধ হয়ে যায়। তবে এই গাছের বিশেষ কিছু উপকারিতাও রয়েছে। ঔষধি গাছ হিসেবেও এটি পরিচিত।
এটিতে তেতো এবং ঠাণ্ডা বৈশিষ্ট্য থাকায় এটি কফ ও পিত্ত নিরাময়ে উপকারী। এই গাছটি অর্শ্বরোগের মতো রোগের বিরুদ্ধে খুব কার্যকর । হেমোরয়েড হলে এই পাতার গুঁড়া দুধের সঙ্গে খেতে হবে।
আরও পড়ুনঃ ব্লাড সুগার সারাতে ঢেঁড়স জলের উপকারিতা
কিডনিতে পাথর এবং অন্য কোনো প্রস্রাবের সমস্যা থাকলে এর শিকড় বের করে পান করলে উপশম পাওয়া যায়। কাশি হলে এই গাছের পাতা বা শিকড় খেলে আরাম পাওয়া যায়। ক্ষত হলে এই গাছের পাতা পেস্ট করে ক্ষতস্থানে লাগালে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
পাশাপাশি কানের পুঁজে, গ্রন্থিবাত, কুজ্জতা বিভিন্ন রোগে লজ্জাবতী বেশ উপকারী। দাঁতের মাড়ি ক্ষতে, বগলে দুর্গন্ধ ইত্যাদিতে এই পাতা বিশেষভাবে উপকারী।
আরও পড়ুনঃ গরমে কিনুন এই AC, যত ইচ্ছে চালান, দিতে হবে না বিদ্যুতের বিল