বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 22 June, 2021 10:43 PM IST
Gourd Juice (Image Credit - Google)

লাউ -এর বৈজ্ঞানিক নাম- Lagenaria siceraria. জন্ম আফ্রিকায়৷ শুধু লাউ নয়, লাউ-এর পাতা, এর খোসা সব কিছুই খুব পুষ্টিকর এবং তা খাওয়াও হয়৷ লাউ-এর থেকেও বেশি পুষ্টিকর এর শাক৷

লাউ কম ফ্যাট ও ক্যালোরি সম্পন্ন হওয়ায় একে অনেকেই নিজের ডায়েট চার্টে রাখেন৷ এটি যেমন ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তেমনই রক্তে কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণ করে৷ তবে এখানেই সীমাবদ্ধ নয় এর গুন৷ আমাদের শরীরকে বিভিন্ন রোগ-সমস্যার হাত থেকে রক্ষা করতেও এর জুড়ি মেলা ভার৷

লাউ-এর খাদ্যগুন (Nutritional Value Of Bottle Gourd)-

প্রতি ১০০ গ্রাম লাউ-এ রয়েছে প্রোটিন-০.২ গ্রাম, ফ্যাট-০.৬ গ্রাম, ভিটামিন-সি-৬ গ্রাম, ক্যালসিয়াম-২০ মি.গ্রা, কার্বোহাইড্রেট -২.৫ গ্রাম, ফসফরাস-১০ মিলিগ্রাম, পটাশিয়াম-৮৭ মিলিগ্রাম, এছাড়াও রয়েছে খনিজ লবন, ভিটামিন বি-১, বি-২, আয়রন।

চলুন দেখে নেওয়া যাক, লাউ-এর মধ্যে থাকা এই খাদ্যগুন কোন কোন বিষয়ে আমাদের সাহায্য করে -

(Benefits of Bottle Gourd)-

  • রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ- লাউ রক্তে শর্করার পরিমাণে নিয়ন্ত্রণ করে৷ তাই অনেকেই ডায়াবেটিস প্রতিহত করতে প্রতিনিয়ত লাউ খান৷

  • অনিদ্রা দূর- লাউ বা লাউ-এর রস অনিদ্রা দূর করতে সহায়তা করে৷

  • রক্তচাপ নিয়ন্ত্রণ- উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য লাউ আদর্শ সবজি৷

  • রোগ প্রতিরোধ- এতে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই সাহায্য করে৷

  • ওজন নিয়ন্ত্রণ- এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এবং কম পরিমাণে ক্যালোরি, যা শরীরের ওজন কমাতে সাহায্য করে৷

মানসিক চাপ হ্রাস- লাউ-এ থাকা কোলন মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে যা অনেক ক্ষেত্রে মানসিক চাপও হ্রাস করতে সাহায্য করে৷

শরীর ঠাণ্ডা করতে- এতে প্রচুর পরিমাণে জল থাকায় তা যেমন শরীরে জলের জোগান দেয় তেমনই শরীরকে ঠাণ্ডা রাখতেও সাহায্য করে৷ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে৷ এতে গরমে স্ট্রোকের ঝুঁকি কমে৷

পেটের সমস্যা দূর করতে- নিয়মিত লাউ খেলে পেটের সমস্যা বিশেষ করে ডায়েরিয়া, কোষ্ঠকাঠিন্য, অর্শের সমস্যাকে প্রতিহত করা যায়৷

কিডনির কর্মক্ষমতা বৃদ্ধি- লাউ-এ  প্রচুর জল থাকায় তাতে প্রস্রাব যেমন ভালো হয়, তেমনই তা কিডনির কর্মক্ষমতাকেও উন্নত করে৷ সেই সঙ্গে মূত্রনালি সংক্রমণের ঝুঁকিও হ্রাস করে৷

খনিজ উপাদানে ভরপুর- লাউ-এ বিদ্যমান ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস, আয়রন এবং পটাশিয়াম, শরীরের চাহিদা অনুযায়ী খনিজ উপাদানের জোগান দেয়৷

আরও পড়ুন - Honey Uses - ত্বক ও চুলের বিভিন্ন সমস্যায় মধুর ব্যবহার কিভাবে করবেন

দাঁত ও হাড়ের জন্য- এতে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়কে মজবুত করতে সাহায্য করে৷

ত্বকের জন্য- লাউ-এ রয়েছে প্রাকৃতিক প্রোটিন ও ভিটামিন, তাই ভিতর থেকে ত্বক ভালো রাখতে সাহায্য করে এই সবজি। ত্বক যাদের তৈলাক্ত তাদের ব্রণর সমস্যাও কমায় লাউ৷

আরও পড়ুন - Watermelon Health Benefits – এই সময়ে ফলের তালিকায় অবশ্যই রাখুন তরমুজ, আর রোগ থেকে পান মুক্তি

English Summary: From weight loss to increased immunity - effective gourd juice
Published on: 22 June 2021, 04:21 IST