পৃথিবীতে প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন রোগের আবিষ্কার হচ্ছে। নতুন জিবানু, রোগ, ইত্যাদির সঙ্গে পরিচিত হচ্ছে মানবজীবন। সম্প্রতি এমনই এক রোগ প্রকাশ্যে এসেছে যা দেখে উড়তে পারে আপনার ঘুম। ত্বকের ভেতর ঘুরে বেড়াচ্ছে পোকা।
ব্যক্তির বয়স ৬৪। রাতে ঘুমের মধ্যে প্রথম প্রথম ফুসকুড়ি চুলকানির সমস্যা অনুভব করেন। তারপর ডাইরিয়া। এরপর কিছুদিন পর থেকে তিনি অনুভব করেন তাঁর ত্বকের ভেতর কিছু চলে বেড়াচ্ছে। কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছেনা। এরপর ওই ব্যক্তি ডাক্তারের কাছে যান। সেখানে গিয়ে পরিষ্কার হয় ত্বকের ভেতর রয়েছে পোকা। একটি দুটি নয় প্রচুর পোকা বাসা বেঁধেছে তাঁর শরীরে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই জীবাণু কোনও দূষিত জায়গায় সৃষ্টি হয়। যেমন আবর্জনা, ড্রেন, ইত্যাদি সেখান থেকেই এই নেমাটোডগুলি মানুষের শরীরে প্রবেশ করে। প্রবেশ করার পর এই জীবাণু সারা শরীরে ঘুরে বেড়ায় এবং অন্ত্রে গিয়ে ডিম পাড়াও শুরু করে। ধীরে ধীরে গোটা শরীরে এই জীবাণু প্রভাব বিস্তার করে।
আরও পড়ুনঃ আপেলে রয়েছে মৃত্যুফাঁদ! গবেষণায় উঠে এল অবিশ্বাস্য তথ্য, জেনে নিন
ডাক্তাররা যে রিপোর্ট প্রকাশ করেছিলেন সেই রিপোর্ট অনুযায়ী এই ব্যক্তিটি স্ট্রংগাইলয়েডস স্টেরকোরালিস নামের একটি রোগে আক্রান্ত হয়। তিনি দীর্ঘ সময় ধরে স্পেনে নিকাশি ব্যবস্থার কাজে যুক্ত ছিলেন। ড্রেনের নোংরা, মল ইত্যাদি পরিষ্কারের কাজ করতেন। ডাক্তারদের অনুমান সেখান থেকেই ওই ব্যক্তির শরীরে প্রবেশ করেছিল এই জীবাণু।
আরও পড়ুনঃ “গাধার দুধে তৈরি সাবান মহিলাদের সৌন্দর্য বাড়ায়” বিজেপি নেত্রী
বিশেষজ্ঞদের মতে এই রোগ চট করে ধরা পড়েনা। একটি ব্যক্তি যদি এই জীবাণু দ্বারা আক্রান্ত হয় তাহলে তার প্রভাব দেখা যায় বহু বছর পর। তবে এই রোগের চিকিৎসাও রয়েছে। শক্তিশালী অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ দিয়ে লোকটির স্ট্রংগাইলোডিয়াসিসকে ঠিক করতে সক্ষম হয়েছিলেন ডাক্তাররা। বহুদিন হসপিটালে থাকার পর ওই ব্যক্তি সুস্থ হন। তবে ডাক্তারদের পরামর্শ এই ধরণের কিছু অনুভুত হলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।