শীতকাল মানেই শুস্ক আবহাওয়া। আর শুষ্ক আবহাওয়াতে ত্বক হয়ে ওঠে নির্জীব, রুক্ষ। তাই ত্বককে সতেজ রাখতে প্রায় সকলেই ব্যবহার করেন বিভিন্ন বডিলোশন। তাছাড়াও ব্যবহার করা হয় বিভিন্ন ক্রিম এবং বডি অয়েল। তবে ক্যালিফোর্নিয়ার লোকেরা ত্বককে সতেজ রাখতে আঙুরের বীজের তেল ব্যবহার করে। এই আঙুরের বীজের নানান উপকারিতা রয়েছে। যেগুলি ত্বককে উজ্জ্বল এবং সতেজ করে তোলে। এমনকি ত্বকের বলিরেখা দূর করতেও সাহায্য করে এই তেল। এছাড়াও মুখে বয়সের ছাপ দূর করতে বেশ উপকারী আঙুর বীজের তেল। আসুন জেনে নেওয়া যাক কি কি উপকারিতা রয়েছে এই তেলের মধ্যে এবং কিভাবে ব্যবহার করবেন এই তেল।
আরও পড়ুনঃ বছর শেষের মুখে ২৪-৩১ ডিসেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা, রইল বিস্তারিত
শরীরে বিভিন্ন সময় চর্মরোগ দেখা দেয়। এলার্জি, সোরিয়াসিস, একজিমা প্রভৃতি চর্মরোগে ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এই তেল। আয়ুর্বেদিক ওষুধ হিসেবে এই তেলের গুরুত্ত্ব রয়েছে অনেক।
ত্বককে উজ্জ্বল করতে বিশেষ ভাবে কার্যকরী এই তেল। এই তেল মুখে লাগালে মৃত কোষের মেরামতি হয়। ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে। এছাড়াও মুখে ব্রন এবং বিভিন্ন দাগ দূর করতে সাহায্য করে।
এই তেলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট , ভিটামিন ই এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড। এই উপাদান গুলি সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে। এছাড়াও ত্বকে দূষণের প্রভাব ফেলতে দেয়না। ডার্ক সার্কেল কমাতেও সাহায্য করে এই তেল।
আরও পড়ুনঃ PM Kisan Yojana: দেশের কোটি কোটি কৃষকের জন্য সুখবর
এই তেলটি ব্যবহার করার সময় সরাসরি ত্বকে ব্যবহার করবেন না। অন্য যে কোনও ভেষজ তেলের সঙ্গে এই তেলটি ব্যবহার করুন। তাছাড়াও এই তেলটি আপনি টোনার অথবা মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন। ফেসপ্যাকে দু এক ফোটা দিয়েও এই তেল ব্যবহার করতে পারেন।