এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 25 August, 2022 6:04 PM IST
Curry Leaves (Image Credit - Google)

কারিপাতার সাথে আমরা সকলেই পরিচিত এটি সাধারণত খাবারের স্বাদ বৃদ্ধি তে কাজে লাগে। কিন্ত ক‍্যারিপাতার আরও একটি বিশেষ গুন রয়েছে , চুলের নানা সমস্যাই এর উপকারিতা অসীম। 

চুলের বিভিন্ন সমস্যায়- এর ব্যবহারের পদ্ধতি গুলো নীচে বর্ণনা করা হলো-

চুলের বৃদ্ধিতে ব্যবহারের পদ্ধতিঃ

উপকরণ (Ingredients) -

কারি পাতা, টক দই, অলিভ অয়েল

কারিপাতা – ১ কাপ

টক দই – ১/২ কাপ

অলিভ অয়েল – ২ চামচ

প্রথমে কারিপাতাকে মিক্সিতে কিছুটা জলের সাথে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার তার সাথে দই ও অলিভ অয়েল মিশিয়ে নিয়ে একটি স্মুথ পেস্ট তৈরী করে নিতে হবে। গোটা চুলে ও স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিয়ে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করে নিন। ১ ঘন্টা রেখে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন করুন। ফল পাবেন নিজেদের হাতেনাতে।

কি ভাবে ব্যবহার করবেন?

নারকেল তেলের সাথে কারিপাতা ফুটিয়ে নিন ৭ থেকে ১০ মিনিট ধরে। এবার কারিপাতাকে তুলে নিয়ে তেল উষ্ণ গরম থাকতে থাকতেই গোটা স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে ম্যাসাজ করে নিন ৩০ মিনিট ধরে। এক ঘন্টা রেখে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৪ থেকে ৫ দিন ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে।

অকালপক্কতাকে রোধ করে -

উপকরণ -

কারি পাতা, মেথি, নারকেল তেল, কুচোনো পেঁয়াজ 

কারিপাতা – ১ কাপ

মেথি – ২ চামচ

নারকেল তেল – ৫ চামচ

কুচোনো পেঁয়াজ – ৩ চামচ

কি ভাবে ব্যবহার করবেন?

কারিপাতা, মেথি, পেঁয়াজ এগুলিকে প্রথমে মিস্কিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার এর সাথে নারকোল তেল মিশিয়ে নিয়ে চুলে ভালো করে মাখিয়ে নিতে হবে। ২০ থেকে ২৫ মিনিট ম্যাসাজ করে নিয়ে ১ ঘন্টা রেখে দিয়ে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ৪ থেকে ৫ দিন করে দেখুন ফল পাবেন নিশ্চিত ভাবে।

চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে -

কারিপাতা চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে, ফলে চুল পড়া অনেকাংশে কমে যায়।

দীর্ঘ সময় ধরে চুলে এই পাতা ব্যাবহার করতে পারলে আপনার চুলকে কালো করে তোলে।

এটি চুলের অকালপক্কতাকে দূর করে। আজকাল অনেকেই এই সমস্যায় ভুগছেন। তাই তারা কারিপাতাকে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে।

চুল পাতলা হয়ে গেলে এটি ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে।

বাজারে আজকাল নানা ধরণের ক্রিম মাস্ক ইত্যাদি পাওয়া গেলেও মনে রাখবেন প্রাকৃতিক জিনিসের কোনো তুলনা হয় না। তাই চুলের সমস্যার জন্য কারিপাতাকে এই পদ্ধতিতে ব্যবহার করুন ও উপকৃত হন।

কি কি সমস্যা সমাধানে কারিপাতার জুড়ি মেলা ভার -

কারিপাতা আপনার চুলের কোষগুলিকে উদ্দীপিত করে। তাই এটি ব্যাবহার করলে আপনার চুল থাকবে সাস্থ্যকর

মাথার স্ক্যাল্পে খুশকি হয়ে থাকলে প্রচুর চুল পড়তে থাকে। তাই যদি এই পাতা ব্যাবহার করেন তবে, আপনি খুশকি হওয়া থেকে নিস্তার পাবেন।

অনেকেই স্ক্যাল্পের নানাধরণের ইনফেকসনে ভোগেন। তারা নিশ্চিত ভাবে এটি ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন - সর্ব রোগ নিবারণী কালমেঘ পাতার উপকারিতা জানেন কি (Medicinal Properties Of Kalmegh)

English Summary: Learn how to use curry leaves for hair problems
Published on: 31 December 2020, 12:50 IST