এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 8 October, 2020 10:27 AM IST
Hair loss problem

প্রায় সকল নারীই স্বাস্থ্যজ্বল ঝলমলে রেশমি চুলের আকাঙ্ক্ষায় থাকে। চুল পড়া, চুলের রুক্ষতা আসা, আগা ফাটার সমস্যা লেগেই থাকে। অতিরিক্ত কেমিক্যাল আবহাওয়া ও সঠিক যত্নের অভাবে চুলের অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে, এমত অবস্থায় চুলকে বাঁচানোর একটাই উপায় থাকে, ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক, যা আপনার চুলের হারানো সৌন্দর্য ফিরিয়ে দিতে পারে সহজেই।

ডিপ কন্ডিশনিং এর জন্য –

১ টি পাকা কলা, ২ টেবিল চামচ নারকেলের দুধ, ১ টেবিল চামচ নারকেল তেল (চুল খুব হালকা হলে) এবং ২ টেবিল চামচ মধু।

প্রথমে কলা খণ্ড করে কেটে চটকে পেস্ট বানিয়ে তার মধ্যে বাকী উপকরণগুলি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট বানাতে হবে। চুল ভালো করে আঁচড়ে এই মিশ্রণটি গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে ৫ মিনিট মতো স্ক্যাল্প ম্যাসাজ করতে হবে, এবং একটি শাওয়ার ক্যাপ বা প্লাস্টিকের ব্যাগ দিয়ে চুল ও মাথা ঢেকে রাখতে হবে। এভাবে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেললেই পাওয়া যাবে স্বাস্থ্যোজ্বল ঝলমলে চুল। সপ্তাহে এই প্যাকটি অন্তত একবার ব্যবহার করতে হবে, তাহলেই পাওয়া যাবে মনের মতো ফলাফল।

Image source - Google

Related link - (Cumin tea) অতিরিক্ত ফ্যাটের সমস্যা? প্রত্যহ পান করুন জিরা চা, ফ্যাট নির্মূল হবে সহজেই

English Summary: Suffering from excessive hair loss? Try this solution
Published on: 08 October 2020, 10:27 IST