এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 17 January, 2022 11:00 AM IST
প্রতীকী ছবি

দিন দিন বেড়েই চলেছে জিনিসপত্রের দাম। মধ্যবিত্তের রান্নাঘরে জ্বলছে আগুন। দাম বৃদ্ধির কোটা ঠিক কোথায় গিয়ে থামবে তা সকলের কাছে এখন অধরা। তবে তার মধ্যেই স্বস্তির খবর চা প্রেমীদের। মাত্র ১ টাকার বিনিময়ে মিলছে দুধ চা এবং লিকার চা। হ্যাঁ একদমই ঠিক দেখছেন ১ টাকায় মিলবে চা। আর এই চা পাওয়া যাচ্ছে আপনার বাড়ির সামনেই। কল্যাণীতে ঊষারাণী জয়ধর সকলের জন্য ১ টাকায় বিক্রি করছেন চা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর দোকানে লেগেই থাকে ভিড়। ১ টাকায় চা খাওয়ার সুযোগ কেউই হাত ছাড়া করতে চান না।

আরও পড়ুনঃ  Tea Farming: জেনে নিন চা চাষের সঠিক পদ্ধতি ও ব্যাবস্থাপনা

বর্তমানে প্রায় সব জায়গাতেই চায়ের দাম ৫ থেকে ৬ টাকা। কিন্তু এখানে চায়ের দাম এতটা কম কেন সেই নিয়ে সকলের মনে প্রশ্ন আসতেই পারে। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই দোকানের মালিক ঊষারাণী দেবী। তিনি জানিয়েছেন চায়ের ব্যবসা তাঁর  আজকের নয় গত ২১ বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত। ২০০০ সালে তিনি এই ব্যবসা শুরু করেন তখন চায়ের মুল্য ছিল ৪০ পয়সা তারপর কিছুবছর পর এই চায়ের দাম বেড়ে দাড়ায় ৬০ পয়সা আর বর্তমানে এক কাপ চায়ের দাম মাত্র ১ টাকা। তিনি জানান, ১ টাকায় চা বিক্রি করে তাঁর দিন চলে যায়। অনেকেই তাঁকে বার বার চায়ের দাম জিজ্ঞেস করেন আসলে ১ টাকায় এই যুগে এক কাপ চা পাওয়া সত্যিই বিশ্বাস করা যায় না। তাঁর দিনে প্রায় ৫০০ কাপ চা বিক্রি হয়। আর এই টাকাতেই দিব্যি চলে যায় তাঁর দিন।

আরও পড়ুনঃ  দিনের শুরু হয় এক কাপ চা এ, জানেন আজকের দিনে চায়ের তাৎপর্য কি?

ঊষারাণী জয়ধর জানান অনেকেই তাঁকে বলেন চায়ের দাম বাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু তাঁর মতে এই এক টাকায় চা বিক্রি করে তাঁর আপাতত কোনও অসুবিধা হচ্ছে না। তাই আপাতত দাম বাড়ানোর কোনও সিদ্ধান্ত তিনি নেননি। এই চা আপনি পেয়ে যাবেন কল্যাণীর বিদ্যাসাগর মোড়ে। তাই আর দেরি করে লাভ নেই আজই গিয়ে একবার এই ১ টাকার চায়ের কাপে চুমুক দিয়ে আসতেই পারেন।  

English Summary: Usharani sold tea for only 1rs in the price increase market
Published on: 17 January 2022, 10:58 IST