পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 29 July, 2020 11:29 AM IST

দক্ষিনবঙ্গে বাড়ছে উদ্বেগ আমন চাষকে ঘিরে। জুনের মাঝামাঝি থেকে বর্ষা শুরু হলেও আমন ধানের অনুরূপ বৃষ্টি এখনও অব্দি হয়নি। ক্রমশ বাড়ছে আমন ধানের চাহিদা, তাই আমন ফলন ভালো হওয়া জরুরি। আগের বছর ভালো বৃষ্টি হলেও অতিবৃষ্টির জন্য অনেক ধানই হেজে পচে গিয়েছিল। তাই এবার খেপে খেপে চাষ করার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এখনও অব্দি যেটুকু বৃষ্টি হয়েছে বা নিম্নচাপের সম্ভাবনাও যথেষ্ট নয় আমন চাষের জন্য। যদিও স্বাভাবিকের থেকে নিম্নচাপের ওপর বেশী ভরসা রেখেছেন আবহাওয়া দপ্তরও। আষাঢ় মাসের মাঝামাঝি থেকে গোটা শ্রাবণ মাস আমন রোয়া যাবে। কিন্তু বৃষ্টির অভাবে থমকে গেছে রোয়ার কাজ। খেত ঘুরে দেখা গেল রোয়ার উপযোগী বীজ প্রায় তৈরী, শুধু নেই বৃষ্টি। অবিলম্বে ভালো বৃষ্টি না হলে সমস্যা আরো বাড়বে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আমন রোয়া দেরীতে হলে গুছির চারা সংখ্যা বাড়াতে হবে, চারা তোলার আগে বীজ তলাতে বেশী করে জল দিতে হবে,  যাতে মাটি নরম হয় ও চারা সহজে তোলা যায়। চারার বয়স নির্ভর করবে কোন সময়সীমা ধান চাষ করা হবে তার ওপর।

- Sushmita Kundu

English Summary: amon dhan
Published on: 06 July 2018, 05:52 IST