পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 25 July, 2020 11:22 AM IST

বৈজ্ঞানিক পদ্ধতিতে অত্যাধুনিক মেশিনে ধান চাষ হবে নদিয়া জুড়ে। শ্রমিকের সঙ্কট ক্রমশই বাড়ছে দিনের পর দিন। জেলা জুড়ে শ্রমিক সঙ্কট থাকলেও কৃষকের আয় বাড়াতে তৎপর জেলা প্রশাসন ও কৃষি দপ্তর। উন্নতি প্রযুক্তির সাহায্যে কৃষকদের আরও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ট্রান্স প্লান্টার মেশিনের সাহায্যে ধান রোপন করার এক কর্মশালার আয়োজন করা হয় নদিয়ার কৃষ্ণনগর এগ্রিকালচার ভবনে। বর্তমানে ধান রোপনের ক্ষেত্রে শ্রমিকের অভাব বোধ করছে  চাষীরা,এর ফলে উতপাদনেও ঘাটতি হচ্ছে। শ্রমিকের অভাবে যাতে ধান রোয়া থেকে ধান গাছ বোনা ব্যাহত না হয় তাই গ্রাম থেকে গ্রামান্তরের কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতেই আত্মা প্রকল্পের অধীনে আধুনিক পদ্ধতিতে বীজ বপনে এবং ট্রান্স প্লান্টার মেশিনের সাহায্যে নদিয়া জেলায় প্রথম ধান গাছ রোপনের কর্মশালার আয়োজন করা হয়। এ বিষয়ে এগ্রিকালচারের ডেপুটি ডিরেক্টর রঞ্জন রায় চৌধুরী বলেন, আগের তুলনায় কৃষকদের আয় বেড়েছে। আগামী দিনেও  যাতে কম খরচে বৈজ্ঞানিক পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে ধান বপন বা রোপন করতে পারে তার এক কর্মশালা হলো। এই কর্মশালার মাধ্যমে একেবারে ব্লক স্তরের চাষিদের কি ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান রোয়া বা বোনা যায় তা শেখানো হবে। কম শ্রমিকে কি ভাবে অল্প সময়ে ধান চাষ করা যেতে পারে তা দেখানো হবে।

- দেবব্রত গাঙ্গুলি(KJ associate, Nadia)

English Summary: New machinery in Nadia
Published on: 24 September 2018, 12:58 IST