এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 21 June, 2020 2:20 AM IST

মাছ চাষ করেও যে লক্ষ লক্ষ টাকা উপার্জন (Profitable Business) সম্ভব বর্তমানের কঠিন পরিস্থিতিতে, সেই বিষয়টিই যেন হাতেকলমে প্রমাণ করে দেখালেন ঝাড়খন্ডের কৃষক রঞ্জিত কুমার৷ পশুপালক রঞ্জিতের প্রচেষ্টা যে কোনও ব্যক্তিকে অনুপ্রাণিত করার মতোই৷

জানা যায়, ঝাড়খন্ডের এই যুবক বিভিন্ন মহানগরে চাকরির বহু প্রচেষ্টা করেছেন৷ কিন্তু কার্যত তাতে তেমন সাফল্য আসেনি৷ এরপরেই তিনি চাকরির আশা ছেড়ে পশুপালনে মনোনিবেশ করেন৷ শুরু করে মাছ চাষের ব্যবসা৷ করোনা ভাইরাস এবং তাকে প্রতিহত করতে লকডাউনের সিদ্ধান্তে দেশব্যাপী অর্থনীতিতে ধাক্কা লাগলেও, এই পরিস্থিতিতে রঞ্জিত কুমারের উপার্জনে তেমন মন্দা আসেনি৷

এই মাছ চাষি এবং তার বন্ধুরা মাছের ব্যবসা থেকে প্রায় ১৪ লক্ষ টাকা উপার্জন করেন বলে জানা যায়৷ ঝাড়খন্ডের ধানবাদের লায়োবাদের বাসিন্দা রঞ্জিত কুমার গত ৮-৯ বছর ধরে এই মাছ চাষের (Fisheries) সঙ্গে যুক্ত৷ এমনকি তার এই প্রচেষ্টা তার কাছে মাছ চাষের বহু টেন্ডারও এনে দিয়েছে৷ তাঁর মতে, লকডাউনে মাছের চাষে কোনও নেতিবাচক প্রভাব পড়েনি৷ বরঞ্চ মুনাফাই হয়েছে৷ এই মাছ বিক্রি করেই প্রায় ১৪ লক্ষ উপার্জন করেন তিনি৷

এখানেই শেষ নয়, তাঁর এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন আরও ৩০ জন৷ সকলের মিলিত প্রচেষ্টাতেই রমরমিয়ে চলছে এই মাছ চাষের কাজ৷ রঞ্জিত কুমারের মতে, এই ব্যবসা বেশ লাভজনক৷ কৃষক-পশুপালকদের (Animal Husbandry) কাছে শুধু উপার্জন নয়, লাভের একটি অন্যতম উপায় হয়ে উঠতে পারে এটি৷

দাবি করা হচ্ছে, গত বছরের তুলনায় চলতি বছরে মাছের উৎপাদন ভালো হচ্ছে৷ ২০১৮-১৯ সালে ১২ হাজার মেট্রিক টন মাছের উৎপাদন হয়, ২০১৯-২০ তে ১৩,৬০০ মেট্রিক টন মাছ পাওয়া গিয়েছে৷ তবে এর পিছনে অবশ্যই প্রচেষ্টা, পরিশ্রম, একাগ্রতা, সহযোগিতা সব কিছুই কাজ করেছে৷

শুধু পুরুষেরা নয়, মাছ চাষে লাভের মুখ দেখেছেন মহিলারাও৷ মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন নারী উদ্যোক্তা আরতী বর্মন। ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে তিনি তিনশো ডেসিম্যাল জলাশয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করে পরিবারে স্বচ্ছলতা এনেছেন। রাজ্য ও জাতীয় পুরস্কার পেয়েছেন হলদিয়ার এই মহিলা মাছ চাষি ।

এই লকডাউনের (Lockdown) পরিস্থিতিতে উপার্জন নিয়ে অনেকেরই যেখানে রাতের ঘুম উড়েছে, সেখানে আবার অনেকেই ঘুরে দাঁড়িয়েছেন৷ বিকল্প পথ খুঁজে বের করেছেন৷ এবং করেছেন নিরন্তর পরিশ্রম৷ এভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষকের পরিশ্রম এবং সাফল্যের (Success Story of Farmer) কথাই অনুপ্রাণিত করে চলেছে অন্যদেরও৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- জিওল মাছের চাষ করে লাভবান কৃষক

লেবু চাষে (Lemon Farming) ৭ লক্ষ টাকা উপার্জন, কীভাবে সম্ভব হল জানুন আপনিও

English Summary: Farmer earns rs 14 lakh from fisheries
Published on: 20 June 2020, 11:49 IST