এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 23 December, 2021 2:51 PM IST
পেয়ারা চাষ

করোনার সময়ে চাকরি হারিয়েছে লাখ লাখ যুবক-যুবতি । এই যুবকদের অনেকেই  শহর ছেড়ে গ্রামে চলে গেছে । তেমনিই এক যুবক হরিয়ানার  শাহজাদপুর গ্রামের বাসিন্দা কপিল তার ব্যাঙ্কের চাকরি ছেড়ে এখন  কৃষি কাজে ঝুঁকেছেন। এবং তিনি এখন ৪গুন বেশি টাকা আয় করছেন।  

করোনার সময়ে চাকরি হারিয়েছে লাখ লাখ যুবক-যুবতি । এই যুবকদের অনেকেই  শহর ছেড়ে গ্রামে চলে গেছে । তেমনিই এক যুবক হরিয়ানার  শাহজাদপুর গ্রামের বাসিন্দা কপিল তার ব্যাঙ্কের চাকরি ছেড়ে এখন  কৃষি কাজে ঝুঁকেছেন। এবং তিনি এখন ৪গুন বেশি টাকা আয় করছেন।  

আরও পড়ুনঃ আন্দোলনের সময় ৭৩ জন কৃষকের মৃত হয়েছে,করা হয়েছে ২৭৬ টি মামলা

কপিল তার বাগানে ৮ ধরনের  পেয়ারার  চাষ করেন। তার পেয়ারার গুণাগুণ  তাইওয়ানের পেয়ারাকেও হার মানায়। এমনকি কপিলকে তার ফসল  বাজারে পাঠানোর প্রয়োজন হয় না। ক্রেতারা নিজেরাই তাদের অর্ডার দেন ।

কপিল বলেন, চাকরি ছেড়ে নিজের বাগান করছি । এখন আমি  মাসে লাখ লাখ টাকা আয় করছি । তার সাফল্য এখন  আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে । তার কাছ থেকে পেয়ারা চাষ সম্পর্কিত নানা ধরনের অভিজ্ঞতা নিতে দূর-দূরান্ত থেকে তরুণ-তরুণীরা আসেন ।

আরও পড়ুনঃ Kisan Diwas 2021: কেন ২৩ শে ডিসেম্বরে কিষাণ দিবস পালন করা হয় এবং এর গুরুত্ব কী ?

পেয়ারা চাষের পাশাপাশি কপিল তার বাগানে  লেবু চাষও  শুরু করছেন।  প্রাকিতিক উপায়ে চাষ করা  লেবু সব্জির বাজারে বিক্রি না করে  কপিল আচার তৈরি করে বিক্রি করছেন, যা থেকে তিনি আরও বেশি পরিমানে লাভ করছেন ।

English Summary: Leaving the bank job and cultivating guava, you have to think after hearing the income
Published on: 23 December 2021, 02:51 IST