দক্ষিন 24 পরগনা জেলার কুলতলী ব্লকের অধীন দেবীপুর গ্রামের মধ্যবয়স্ক কৃষক পীযূষ কান্তি সরকার দীর্ঘ দু দশক প্রত্যক্ষ ভাবে কৃষির সাথে যুক্ত। তিন সদস্য বিশিষ্ট পরিবারের জীবিকা মূলতঃ কৃষির উপর নির্ভরশীল হলেও পরিশ্রম ও বিনিয়োগের তুলনায় উৎপাদন অনেকটাই কম ছিল। এমতাবস্থায় একটি কৃষি সচেতনতা শিবির থেকে রিলায়েন্স ফাউন্ডেশন এর হেল্পলাইন নম্বর ও বিভিন্ন ভার্চুয়াল ট্রেনিং এর খবর জানার পাশাপাশি পরিচয় ঘটে ফাউন্ডেশনের কর্মী অনিন্দ্য মন্ডলের সাথে।
পরবর্তীকালে অনিন্দ্য বাবুর সহায়তায় রিলায়েন্স ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে মাটি পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করার সুযোগ পান এবং রিপোর্ট কার্ডের সুপারিশমতো চাষের জমিকে আরো উর্বর করে তোলেন এবং গত মরশুমে এক বিঘা জমিতে পটল চাষ করেন। এর পাশাপাশি রিলাইন্স ফাউন্ডেশন আয়োজিত একাধিক ভার্চুয়াল ট্রেনিংএ অংশগ্রহণ করে কৃষি বিশেষজ্ঞদের সাথে তথ্য বিনিময় করে পীযুষ বাবু আধুনিক কৃষির বিষয় সম্পর্কে আরো সমৃদ্ধ হন। কৃষি বিশেষজ্ঞদের সুপারিশমতো চাষ করে গত মরশুমে প্রায় ৫০ হাজার টাকার ফসল বিক্রি করতে পেরেছেন যেখানে আগে লাভের পরিমান খুবই কম ছিল।
পীযুষ বাবু আজ শুধু নিজেই উপকৃত হয়েছেন তাই নয়, দেবীপুর গ্রামে অন্যান্য কৃষক ভাইদের কাছেও রিলায়েন্স ফাউন্ডেশনের জীবিকা বিকাশ কার্যক্রমের বিভিন্ন পরিষেবার কথা জানিয়ে তাঁদেরও এই পরিষেবার সাথে যুক্ত করেছেন।
তাঁর কথায় "" গ্রাম বাংলার কৃষকরা এখনো সাবেকি পদ্ধতিতেই কৃষি কাজ করছে, কারণ আধুনিক কৃষির দিশা দেখানোর মতো কোনো সংস্থাই সেভাবে নেই, রিলায়েন্স ফাউন্ডেশন এই যোগসূত্রের কাজটিই করে চলেছে অভিজ্ঞ কৃষি বিশেষজ্ঞর মাধ্যমে। রিলাইন্স ফাউন্ডেশনে এর হেল্পলাইন নাম্বার ১৮০০ ৪১৯ ৮৮০০ আজ কৃষক ভাইদের কাছে বাস্তবিকই জীবিকা বন্ধুর কাজ করে চলেছে ""|
কৃষক পীযুষ এর সাফল্য দেখে এগিয়ে আসবেন আরও অনেকেই | রিলায়েন্স ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যি অসাধারণ | যা কৃষকবন্ধুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে |
তথ্যসূত্র: অনিন্দ্য কুমার মন্ডল, রিলায়েন্স ফাউন্ডেশন
আরও পড়ুন -Periphyton based aquaculture: মাছ চাষে পেরিফাইটন পদ্ধতিতে উৎপাদন বাড়বে তিনগুন