এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 27 April, 2022 2:39 PM IST
প্রতীকী ছবি

কৃষিক্ষেত্রে কৃষকদের জন্য নতুন উদ্ভাবন নিয়ে আসা সত্যিই আনন্দের। সম্প্রতি এমনই এক নতুন উদ্ভাবন নিয়ে এল এক কৃষক। বীজহীন তরমুজ চাষ করে তাক লাগালেন এই কৃষক।  

কর্ণাটকের নাসিক জেলার মালেগাঁও তালুকের এক কৃষক এই কাজে সফল হয়েছেন।  হাম্পি হোম নামে একটি বীজবিহীন তরমুজের জাত নিয়ে চাষ করেছেন তিনি । এই তরমুজের জাত থেকে ভালো ফলনের আশা করছেন এই কৃষক। তিনি সফলভাবে হলুদ তরমুজও চাষ করেছেন।

আরও পড়ুনঃ  দম্পতি কৃষক মিশ্র চাষ করে তাক লাগালেন! ঘরে বসেই আয় করলেন লাখ লাখ টাকা

মূলত কালভান, সাতানা, মালেগাঁও এবং দেওলা ডালিম চাষের জন্য বিশেষভাবে বিখ্যাত। এই সমস্ত গ্রামে ডালিম চাষকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। পাশাপাশি রপ্তানিও হয় এই জায়গা থেকে। তবে সম্প্রতি চাষে নতুন দিশা দেখিয়েছেন কর্ণাটকের এই কৃষক। ইতিমধ্যেই তাঁর এই নয়া উদ্ভাবন দেখতে বিদেশ থেকেও আসছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ  মাকে ভালোবেসে দৃষ্টান্ত সৃষ্টি কৃষকের! শস্যচিত্রে ফুটিয়ে তুললেন ‘মা’

English Summary: A farmer's experiment in seedless watermelon cultivation
Published on: 27 April 2022, 02:39 IST