মাকে ভালোবেসে দৃষ্টান্ত সৃষ্টি কৃষকের! শস্যচিত্রে ফুটিয়ে তুললেন ‘মা’

বিশ্বাসের অপর নাম “মা”। শান্তি, শক্তি, সাহস এই তিনটির উৎস শুধু একটি শব্দ থেকে আর সেটি হল মা। দুনিয়ার সবচেয়ে ছোট্ট শব্দ কিন্তু এর গভীরতার তল পাওয়া মুশকিল। মায়ের প্রতি ভালোবাসার এমনই এক নিদর্শন পাওয়া গেল প্রতিবেশী দেশ বাংলাদেশে

Rupali Das
Rupali Das
শস্যচিত্রে ফুটিয়ে তুললেন ‘মা’/ ছবি- প্রথম আলো

বিশ্বাসের অপর নাম “মা”। শান্তি, শক্তি, সাহস এই তিনটির উৎস শুধু একটি শব্দ থেকে আর সেটি হল মা। দুনিয়ার সবচেয়ে ছোট্ট শব্দ কিন্তু এর গভীরতার তল পাওয়া মুশকিল। মায়ের প্রতি ভালোবাসার এমনই এক নিদর্শন পাওয়া গেল প্রতিবেশী দেশ বাংলাদেশে। জমিতে দুইরঙা ধানগাছ দিয়ে ‘মা’ নামের শস্যচিত্র তৈরি করেছেন এনামুল হক (৪০)। বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরের বেকাসাহারা গ্রামে এই শস্যচিত্রের নিদর্শন মিলছে। ইতিমধ্যেই এই সুন্দর দৃশ্য দেখতে আসছে অনেক দর্শনার্থী।

রাস্তার গা ঘেঁসে বিশাল জমির খেত। আর সেখানেই বেগুনি আর কালো ধানের খেতে ফুটে উঠেছে সবুজ রঙের ধান গাছ দিয়ে “মা” লেখা শস্যচিত্র। পরিকল্পিত ভাবেই এই দুইরঙা ধান গাছের মাঝে শস্যচিত্র ফুটিয়ে তুলেছে এনামুল। দূর থেকেই চোখে পড়ে তাঁর তৈরি এই শস্যচিত্র। বিভিন্ন রঙের ধান গাছ দিয়ে অন্যকিছু করবেন বলে মনস্থির করেন এনামুল। তারপর শুরু হয় তাঁর এই শস্যচিত্রের কাজ। প্রথমে কৃষি অফিস থেকে বেগুনি ও ব্ল্যাক রাইস জাতের ধানবীজ এনে বীজতলা তৈরি করেন এনামুল। তারপর সুতা দিয়ে  মা শব্দের আকৃতি অনুযায়ী জমির ওপর কাঠামো তৈরি করেন। এরপর ওই কাঠামো বাদ দিয়ে বাকি অংশে বেগুনি এবং ব্ল্যাক রাইস এর চারা রোপণ করেছেন এনামুল।

আরও পড়ুনঃ  মায়ের মুখে দু মুঠো ভাত তুলে দিতে শাক বিক্রি খুদের! মায়ের প্রতি স্নেহ দেখে চোখে জল নেটজনতাদের

এনামুলের এই সৃষ্টি দেখতে প্রচুর মানুষের ভিড় জমছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন এই এলাকায় প্রথমবার এমন শস্যচিত্র কেউ বানিয়েছেন। এদিকে ছেলের এই কীর্তিতে বেজায় খুশি এনামুলের মা জোহরা বেগম। তিনি জানান ছেলে তাঁকে খুশি করার জন্যই এই নিদর্শন তৈরি করেছেন এবং তিনি গর্বিত।

আরও পড়ুনঃ  ৭০ একর জমি, ৫ কোটি গাছ! বিশাল বন তৈরি করে নজির গড়লেন এই ব্যক্তি

Published On: 24 April 2022, 12:01 PM English Summary: The farmer created an example of loving his mother! 'Mother' in the picture

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters