Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 5 April, 2022 10:37 AM IST

কৃষি অর্থনীতিতে নতুন করে যোগ হয়েছে জাপানের মিষ্টি আলু ‘ওকিনিয়া’ ও ‘মুরাসাকি’। পরীক্ষামূলকভাবে উত্তর দিনাজপুর কয়েকজন কৃষক  ২০  শতক  করে  জমিতে  চাষ  করেছে  এই  জাতের  আলু ।  দেশি  মিষ্টি  আলুর  চেয়ে  জাপানি জাতের এই আলুর ফলন দ্বিগুন হওয়ায় চাষীদের আগ্রহ বাড়ছে।

মানুষের খাদ্যের তালিকায় ভিন্নতা, চাহিদা ও পুষ্টিমান বিবেচনায় রেখে চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে জাপানি মিষ্টি আলু ‘ওকিনিয়া’ ও ‘মুরাসাকি’।  গ্রামের কয়েকজন কৃষক কিছু জমিতে  মিষ্টি  আলুর  চাষ  করছেন ।  সাধারণত দেশি  জাতের  মিষ্টি  আলু  শতক  প্রতি  ১- ১.৫  মন  ফলন  হলেও  জাপানি  জাতের  নতুন  আলুর  ফলন  হবে  শতক প্রতি  ৩-৪ মন ।

আরও পড়ুনঃ স্ট্রবেরি পেয়ারা দেখেছেন? শিখে নিন এই বিদেশি ফলের চাষ পদ্ধতি

এলাকার এক কৃষক বলেন , এবার ২০ শতক  জমিতে  চাষ  করেছেন  জাপানি  জাতের  মিষ্টি  আলু । উচ্চ  ফলনশীল  এই জাতের  আলু  চাষ  করে  তিনি  সন্তুষ্টি  প্রকাশ করে  জানান , আমার  দেখাদেখি  অন্য  কৃষকরাও  আগামী  মৌসুমে এই জাতের  আলু চাষ করার আগ্রহ দেখিয়েছেন।

চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে জাপানি নতুন জাতের আলুর চাষ হয়েছে। উচ্চ ফলনশীল  ও  পুষ্টিগুণ  সমৃদ্ধ  জাপানি  মিষ্টি আলুর আবাদ করে কৃষকরা খুশি কৃষক প্রতি একর মিষ্টি আলু চাষ করে খরচ বাদে ৩০-৩৫  হাজার  টাকা  করে  লাভ  করতে পারবে বলে জানা গেছে ।

আরও পড়ুনঃ পেঁয়াজ বীজের বাম্পার ফলন, ২৫ কোটি টাকার পেঁয়াজের বীজ উৎপাদনের আশা

আগামী  মৌসুমে  আরও  অধিক  জমিতে  এই  জাতের  আলু  চাষ  করার  আগ্রহ  দেখিয়েছেন  স্থানীয় চাষিরা ।এতে  জেলায়  মিষ্টি আলুর  চাষ  আরও সম্প্রসারিত  হবে। 

English Summary: Adding Japanese sweet potatoes to the agricultural economy, farmers are seeing the benefits
Published on: 05 April 2022, 10:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)