এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 28 June, 2022 3:55 PM IST

বোরো ধান কাটা শেষ হওয়ার পরই আউশ চাষের ধুম লেগেছে। বাংলাদেশের হাওরদ্বীপ খালিয়াজুরী ছাড়া বাকি ৯ উপজেলাতেই চলছে আউশের আবাদ। বৃষ্টির জল ব্যবহার করে আউশের চারা লাগাচ্ছেন কৃষকরা ।

এ বছর জেলায় ১ হাজার ৫৬০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহজাহান সিরাজ বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে জানান, ‘এ বছরের আবহাওয়া আউশ আবাদের জন্য খুবই উপযোগী। তাই চাষিদের আউশ ধান আবাদ করতে উৎসাহিত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ নিম্নাঞ্চল হওয়ায় নেত্রকোণা ১০টি উপজেলার মধ্যে খালিয়াজুরীতে আউশের আবাদ করা যাচ্ছে না। বাকি ৯ উপজেলাতেই আউশের আবাদ করা হচ্ছে। এসব এলাকার চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন।

‘বোরো ধান কাটার পর গত মে মাসের প্রথম থেকেই আউশের আবাদ শুরু হয়েছে। এরই মধ্যে লক্ষ্যমাত্রার ৫০ ভাগ জমিতে রোপণ করা হয়ে গেছে। জুনের মধ্যে বাকি অংশ শেষ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আগে চাষিরা আউশ ধান বপন করতেন। এখন তারা চারা লাগাচ্ছেন। এতে ফলন বেশি হবে।’

এই উপজেলার ৩৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬২ টন।

আবহাওয়া অনুকূল হওয়ায় প্রতিবন্ধকতা ছাড়াই বৃষ্টির জলেই চাষিরা রোপা আউশের চাষ করতে পারছেন। মে থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত আউশ চাষের উপযুক্ত সময়।

আরও পড়ুনঃ বোরো ধানের ফলন বাম্পার, কৃষকের মুখে চওড়া হাঁসি

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ চাষি জমিতে চারা রোপণ করছেন। বৃষ্টি থাকায় সেচের সাহায্য নিতে হচ্ছে না কারও।

গ্রামের এক চাষি এরশাদুর রহমান বলেন, ‘আমি আরও ১০-১২ দিন আগেই চারা রোপণ শেষ করেছি। গত বছরও আউশ আবাদ করে ভালো ফলন পেয়েছিলাম।’

আরও পড়ুনঃ অড়হরের এই ২টি নতুন জাত দেবে বেশি উৎপাদন, জেনে নিন তাদের বৈশিষ্ট্য

চাষিদের আউশ ধান চাষে উৎসাহ দিতে এ বছর ২০০ জনকে বিনা মূল্যে সার ও বীজ দেয়া হয়েছে।

English Summary: Aush paddy cultivation is widespread among the farmers
Published on: 28 June 2022, 03:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)