এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 6 April, 2022 11:03 AM IST
স্ট্রবেরি চাষ

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরি চাষে দারুন সাফল্য পাচ্ছেন বাংলাদেশের  চাষিরা। এখানকার উৎপাদিত স্ট্রবেরি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে।

শীতকালীন দেশের ফল হলেও লাভবান হওয়ায় এর প্রতি ঝুঁকছেন বাংলাদেশের চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষকরা । মিডিয়া রির্পোট অনুযায়ী,৩ মাসে ৪ বিঘা জমিতে এখন পর্যন্ত ২৫ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করে এলাকাবাসীকে অবাক করে দিয়েছেন শিবগঞ্জ উপজেলার ফাহাদ আলী নামে এক যুবক। অন্য কৃষকদের দাবি এতো কম জমিতে এতো বেশি টাকার স্ট্রবেরি এর আগে কেউ বিক্রি করতে পারেননি।

আরও পড়ুনঃ আখ চাষে পাচ্ছেন না উপযুক্ত পারিশ্রমিক,চিন্তায় মুর্শিদাবাদের কৃষকরা

বাংলাদেশের সংবাদ পত্রে প্রকাশিত খবর অনুযায়ী,শিবগঞ্জ উপজেলার কালপুপুর গ্রামের স্ট্রবেরি চাষি আলমগীর হোসেন তিন বছর আগে তিনি এক বিঘা জমি লিজ নিয়ে স্ট্রবেরি চাষ শুরু করেন। তখন ৭০ হাজার টাকা খরচ করে আয় করেন প্রায় ৪ লাখ টাকা। এরপর দেড় বিঘা জমিতে চাষ শুরু করেন। সেবারও লাভের মুখ দেখায় এবার তিনি প্রায় সাড়ে তিন বিঘা জমিতে চাষ করছেন। তাতে প্রায় খরচ হয়েছে আড়াই লাখ টাকা। সেখান থেকে আয় করবেন প্রায় ১২ লাখ টাকা।

স্ট্রবেরি চাষি ফাহাদ আলী বলেন, আমি গত তিন বছর থেকে স্ট্রবেরি চাষ করছি। গত বছর ২ বিঘা জমিতে চাষ করেছিলাম এতে প্রায় ১২ লাখ টাকা পেয়েছিলাম। আর এবার ৪ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করে প্রথম থেকেই মন দিয়ে পরিচর্যা করেছি।তাই ভালো ফলন হয়েছে।

আরও পড়ুনঃ বহু নারীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন আনেছা বেগম, সংসার চলে চিনা মুরগী পালনে

আর এক স্ট্রবেরি চাষী সাইরণ আলীর দাবি,  তিনিও ফাহাদের মত  এক বিঘা জমিতে  স্ট্রবেরি চাষ করেছেন । কিন্তু  তার ফসল  ফাহাদের মত ভালো  হচ্ছে না। তিনি মাত্র সাড়ে তিন লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করতে পেরেছেন । এর মধ্যে তার খরচ হয়ে গেছে প্রায় ২ লাখ টাকা । তাই তিনি প্রতিদিন একবার হলেও ফাহাদের স্ট্রবেরি বাগান দেখতে আসেন ।

ফাহাদের স্ট্রবেরি বাগানের এক শ্রমিক বলেন, গত তিন বছর থেকে আমি প্রায় ৩০ জন শ্রমিক নিয়ে এই জমিতে কাজ করছি। আমাদের প্রতিদিন ৩৫০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। এ দিয়েই চলে আমার সংসার। আশপাশে কারো এখন স্ট্রবেরির ফলন হয়নি। ফাহাদের স্ট্রবেরি বাগানে কাজ করতে পেরে আমরা খুশি।

English Summary: Cultivate the area by cultivating strawberries and earning 25 lakh rupees in 3 months
Published on: 06 April 2022, 10:47 IST