এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 12 April, 2022 4:39 PM IST
ভুট্টা চাষ

ভূট্টার বাম্পার ফলনের আশাবাদী কৃষকরা। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে  অধিক ফলন হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন রাজ্য়ের কৃষকরা ।  মাঠের  পর  মাঠ সবুজ পাতার আঁড়ালে হাসছে ভুট্টার মোচা । চৈত্রের বাতাসে দোল খাচ্ছে এসব ভুট্টার ক্ষেত।বাতাসে দোল খাওয়ার সাথে চাষীদের মুখেও ফুটে উঠেছে স্বপ্ন পূরণের হাসি। ভূট্টার বাম্পার ফলনের আশাবাদী কৃষকরা।

সেচ খরচ কম হওয়ায় এবং বাজারে ভাল দাম থাকায় ভুট্টা চাষে ভাল লাভ হবে বলে আসা করছেন কৃষকরা । একজন কৃষক ভুট্টা  চাষে  লাভবান  হন  ত্রিমুখীভাবে।একদিকে বাজারে  ভুট্টা  বিক্রি  করে, অন্য  দিকে  ভুট্টার  মুচিগুলো  প্রতি  বস্তা বিক্রি হয় ১০০ থেকে ১৩০ টাকায়। আবার ভুট্টার গাছগুলো জ্বালানি হিসেবেও বিক্রি হয় । সব মিলিয়ে রাজ্য়ের কৃষকরা দিনে দিনে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছে । ভুট্টা                চাষে খরচ কম অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের ভুট্টা চাষের আগ্রহ বেশিপরিলক্ষিত হচ্ছে।

আরও পড়ুনঃ মৌরি চাষের খুটিনাটি

একজন কৃষক বলেন, আমি  এই  বছর দেড়  বিঘা  জমিতে ভুট্টা চাষ করেছি।আশা করছি ভালো ফলন হবে, তাছাড়া ভুট্টা বাজারে সব সময় ভালো দাম থাকে। 

উৎপাদন খরচের চেয়ে লাভ বেশি হওয়ায় রাজ্য়ের জেলাগুলিতে ভুট্টার চাষ আগের থেকে  অনেক বেড়েছে।  তাছাড়া  ভুট্টা মানুষের  জন্য যেমন  পুষ্টিকর  তেমনই এটি এখন পোল্ট্রি ও মাছের খাবারসহ বিভিন্ন খাবারে যুক্ত হয়েছে। 

আরও পড়ুনঃ এপ্রিলের শেষ পাক্ষিক এ ফসল চাষ করুন, কম সময়ে ভালো ফলন পাবেন

ভুট্টা চাষে ঝুঁকি কম আবার লাভও  ভাল । তাই ভুট্টা চাষে চাষিদের আগ্রহ বেড়েছে। চাষিরা যেন  স্বল্প খরচে  উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারে এ জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা  কৃষকদের নিকট গিয়ে প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে থাকে । 

English Summary: Farmers are increasingly interested in maize cultivation, farmers are optimistic about the yield of maize
Published on: 12 April 2022, 04:39 IST