নারী মৎস্যজীবীদের ক্ষমতায়ন: সুন্দরবনের কুলতলীতে মহিলা মৎস্যজীবী দিবস হলুদ চাষের উন্নত পদ্ধতিঃ শিখে নিলেই ইনকাম হবে দ্বীগুন CRI পাম্প একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জন করেছে: 25,000 সোলার পাম্পিং সিস্টেমের জন্য MSEDCL, মুম্বই, মহারাষ্ট্রের থেকে ₹ 754 কোটির অর্ডার পেয়েছে
Updated on: 4 April, 2022 11:12 AM IST
কৃষি কাজে ব্য়স্ত কৃষকরা

ধানের  উৎপাদন বৃদ্ধিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে চাষিরা । গেল  বছরের  মতো  এ  বছরও  বোরোর  সর্বোচ্চ  ফলন  পেতে  বিস্তির্ন  মাঠে  সকাল  থেকে  সন্ধা  পর্যন্ত বোরো  চারা  পরিচর্যায়  ব্যস্ত  রয়েছেন   কৃষকরা।

কেউ রাসায়নিক সার ছিটাচ্ছে, কেউ জমিতে জল দিচ্ছে, আবার কেউবা ক্ষেত নিরানী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে কৃষকের গোলায় উঠবে  ধান । তবে ভরা মৌসুমে ধানের দাম নিয়ে শঙ্কিত  বাংলার কৃষকরা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর  ৩ হাজার ২শ ৭০ হেক্টর হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা    হয়ছে ।অধিকাংশ  জমিতে  বোরো  ধানের  চারা  লাগানো  হয়েছে ।  উৎসব মুখর পরিবেশে কৃষকরা ধানের চারা রোপণ  ও ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন । তবে , ডিজেলের  দাম  বেড়ে  যাওয়ায়  ধানের  ন্যায্য  দাম  নিয়েও  শঙ্কায়  রয়েছে  কৃষকরা ।

উত্তর ২৪ পরগনা জেলার এক কৃষক বলেন, বোরো ক্ষেতে পোকার উপদ্রব এখনো দেখা যায় নি ।  তবে প্রাকৃতিক দুর্যোগ ও শীষপচা, খোলপচা রোগের আক্রমণ দেখা না দিলে এবার বোরো ধানের ভালো ফলন হবে বলে আমরা আশা করছি।

আরও পড়ুনঃ পেঁপে চাষঃ এভাবে পেঁপে চাষ করলে অল্প সময়ে আয় হবে কোটি টাকা

আরেক চাষি খাইরুল মন্ডল বলেন , এবার দুই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি । আশা করি সব ঠিকঠাক থাকলে ফলনও ভাল হবে। প্রাকৃতিক দুর্যোগতো প্রতি বছরই কমবেশি থাকে। কিন্তু ডিজেলের দাম বেড়ে যাওয়ায় আমরা শঙ্কায় আছি। এতে করে উৎপাদন খরচও বেড়ে যাবে এ বছর। ধানের ফলন ভাল হলেও, ধানের দাম যদি বেশি না পাই তাহলে আমরা ক্ষতির মুখে পড়বো।

আরও পড়ুনঃ ৩ লাখি আম ফলানোর দারুণ উপায়, এটি ঔষধি গুণে ভরপুর

এ বছর  ৫ বিঘা জমিতে বোরো চাষ করতে  প্রায় ২৫ থেকে ৩০ হাজার  টাকা খরচ হয়েছে । আবহাওয়া  অনুকূলে  থাকলে  ও  কোনো  সমস্যা  না  হলে  ওই জমিতে  ৯০ থেকে ১০০ মণ ধান পাওয়া যাবে  বলে আশা করছে চাষীরা ।

English Summary: Farmers in the good state are bracing for boro paddy, thinking of higher diesel prices
Published on: 04 April 2022, 11:12 IST